কলকাতা, 8 জুন: আনলকের দ্বিতীয় পর্যায়ের শুরুর দিন আজ। আজ থেকে কলকাতা শহরে পুরোদমে খুলে গেল সরকারি ও বেসরকারি অফিস। খুলে গেল শপিং মল-বার-রেস্তরাঁ। এমন দিনে উত্তর ও পূর্ব কলকাতায় তীব্র যানজট দেখা দিল সন্ধে থেকেই। এমনকী উত্তর কলকাতার যানজটের শেষভাগ চলে এল ধর্মতলা পর্যন্ত। অন্যদিকে বাগুইআটি থেকে বিরাটি পর্যন্ত তীব্র যানজটে হাঁসফাঁস অবস্থা হল যাত্রীদের।
পুরোদমে কাজের দিনে যানজটে নাকাল যাত্রীরা - কলকাতায় যানজটে নাকাল যাত্রীরা
শহর পুরোদমে সচল হল আজ থেকে৷ খুলল সরকারি ও বেসরকারি অফিস৷ এইসঙ্গে আজই খুলে গেল শপিং মল-বার-রেস্তরাঁ৷ শুরুর দিনেই তীব্র যানজট দেখা দিল উত্তর ও পূর্ব কলকাতায়৷ হাঁসফাঁস অবস্থা হল যাত্রীদের৷
যানজট নিয়ন্ত্রণে সকালের দিকে পুলিশ অনেকটা সফল হলেও বিকেলের পর থেকে উত্তর কলকাতার বিভিন্ন অংশে যানজট হয়। কার্যত অবরুদ্ধ হয়ে যায় শ্যামবাজার, বেলগাছিয়া, কাশীপুর, দমদম, নাগেরবাজার, শোভাবাজার, বিধান সরণি সহ একাধিক রাস্তা। বেশ রাত অবধি সেই যানজট চলে বলে খবর। কলকাতা পুলিশের ট্রাফিক বিভাগ স্বীকার করে নিয়েছে, উত্তর কলকাতার যানজটের লেজ পৌঁছে গেছে ধর্মতলা পর্যন্ত। গাড়ির চাকা প্রায় ঘুরছে না। অন্যদিকে বাগুইআটি থেকে বিরাটি পর্যন্ত যশোর রোডের অবস্থাও একই। প্রবল গাড়ির চাপে তীব্র যানজট।
এই প্রসঙ্গে কলকাতা পুলিশের DC ট্রাফিক রূপেশ কুমার বলেন, "যানজটের মূল কারণ BT রোডের ওপর বৃষ্টিতে জল জমেছে। ফলে সেখানে ট্রাফিকের মুভমেন্ট ভীষণ ধীর। তার রেশ এসে পড়েছে উত্তর কলকাতার এই অংশগুলোতে। তবে আগামী দিনে যাতে যানজট না হয় সেদিকে কলকাতা পুলিশ নজর রাখবে।"