পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / city

নেতাজি জয়ন্তী পালনে আসছেন প্রধানমন্ত্রী, নিরাপত্তার চাদরে মহানগরী - নরেন্দ্র মোদী

নেতাজির 125তম জন্মবার্ষিকীর অনুষ্ঠানের সূচনায় শনিবার কলকাতায় আসছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। তাঁর সফর ঘিরে নিরাপত্তার ঘেরাটোপে মুড়ে ফেলা হয়েছে মহানগরীকে। বিজেপির সর্বভারতীয় সভাপতি জেপি নাড্ডার কনভয়ে হামলার ঘটনার পর আর কোনও ঝুঁকি নিতে চাইছে না লালবাজার।

heavy security arrangement in kolkata before pm narendra modi's visit
নেতাজি জয়ন্তী পালনে আসছেন প্রধানমন্ত্রী, নিরাপত্তার চাদরে মহানগরী

By

Published : Jan 22, 2021, 6:42 PM IST

কলকাতা, 22 জানুয়ারি:নেতাজির 125তম জন্মবার্ষিকীর অনুষ্ঠানের সূচনায় শনিবার কলকাতায় আসছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। তাঁর সফর ঘিরে নিরাপত্তার ঘেরাটোপে মুড়ে ফেলা হয়েছে মহানগরীকে। বিজেপির সর্বভারতীয় সভাপতি জেপি নাড্ডার কনভয়ে হামলার ঘটনার পর আর কোনও ঝুঁকি নিতে চাইছে না লালবাজার।

নেতাজি সুভাষচন্দ্র বসুর 125তম জন্মবার্ষিকী উপলক্ষে ভিক্টোরিয়া হলে শনিবার নেতাজি জয়ন্তীর অনুষ্ঠান। সেখানে অংশগ্রহণ করতে শনিবার বিকেলে কলকাতায় আসছেন নরেন্দ্র মোদি৷ তাঁর সুরক্ষায় কড়া নিরাপত্তার ব্যবস্থা করা হয়েছে শহরজুড়ে। লালবাজার সূত্রের খবর, প্রধানমন্ত্রীর নিরাপত্তার দায়িত্বে থাকবেন এসপিজি-র কম্যান্ডোরা। কিন্তু শহরে যাতে কোনও প্রকারের আইনশৃঙ্খলার অবনতি না-হয়, তা নিশ্চিত করতে বদ্ধপরিকর লালবাজারের গোয়েন্দা থেকে শুরু করে আইনশৃঙ্খলার দায়িত্বে থাকা পুলিশ আধিকারিকরা।


গোয়েন্দা বিভাগ সূত্রের খবর, 23 জানুয়ারি সকাল থেকেই রেড রোড, রেসকোর্স এলাকায় থাকছে কলকাতা পুলিশের এসটিএফের গোয়েন্দারা। পাশাপাশি থাকবে স্পেশ্যাল ব্রাঞ্চের গোয়েন্দারাও। যদিও এই বিষয়ে কলকাতা পুলিশের যুগ্ম নগরপাল (সদর) শুভংকর সিনহা সরকারকে ফোনে যোগাযোগ করার চেষ্টা করা হলেও তিনি ফোন ধরেননি।


যদিও লালবাজার সূত্রের খবর, এ বার নদীপথেও বিশেষ নজর রাখছে গোয়েন্দারা। সূত্রের খবর, খুব সহজেই নদীপথে হাওড়া হয়ে কলকাতায় ঢোকা সহজ। ফলে কলকাতা পুলিশের রিভার ট্র্যাফিক পুলিশ নদীপথে টহল দেবে। পাশাপাশি কলকাতা পুলিশের বন্দর ডিভিশনের বিশেষ প্রশিক্ষণ বাহিনী এসএসপিডি-কেও তৎপর থাকতে বলা হয়েছে। তাছাড়াও শহরে প্রবেশ ও প্রস্থানের পয়েন্ট গুলিকে বেশি গুরুত্ব দিচ্ছে লালবাজার। গোয়েন্দা সূত্রের খবর, উত্তর কলকাতার শ্যামবাজারের দিক থেকে গাড়িগুলিতে খুঁটিয়ে তল্লাশি চালানো হবে। সকাল থেকেই রাস্তায় থাকবেন কলকাতা পুলিশের ডিসি (ট্র্যাফিক) রূপেশ কুমার থেকে শুরু করে যুগ্ম নগরপাল (ট্র্যাফিক) প্রত্যেকেই। মূলত দক্ষিণ কলকাতার গাড়ি কোন পথে ঘোড়ানো হবে, তার সিদ্ধান্ত নেবেন তাঁরা।

আরও পড়ুন: নেতাজির নামে ভিক্টোরিয়া মেমোরিয়ালের নামকরণ ? কী বলছে পরিবার...


পাশাপাশি প্রধানমন্ত্রীর নিরাপত্তা আধিকারিকদের সঙ্গে সমন্বয় সাধন করে বিশেষ চেকিং-এর ব্যবস্থা করেছেন গোয়েন্দারা। ইতিমধ্যেই ভিক্টোরিয়া-সহ যে সব স্থানে প্রধানমন্ত্রী যাবেন, সেখানকার নিরাপত্তার দায়িত্ব নিয়েছেন এসপিজি-র গোয়েন্দারা। লালবাজার সূত্রের খবর, নিরাপত্তার কাজে লাগানো হচ্ছে কলকাতা পুলিশের ডগ স্ক্যোয়াডকেও। তাছাড়াও সকাল থেকেই ভিক্টোরিয়ার বাইরের এলাকার দখল নেবেন কলকাতা পুলিশের এসএএফের জওয়ানরা৷


প্রধানমন্ত্রীর সফরসুচি অনুযায়ী জানা গিয়েছে, বিকেল তিনটে নাগাদ তিনি বিমানবন্দরে পৌছবেন। পরে চপারে করে তিনি পৌঁছবেন রেসকোর্স ময়দানে। ভিক্টোরিয়ায় নেতাজি সুভাষচন্দ্র বসুর 125তম জন্মজয়ন্তী উপলক্ষে দেশব্যাপী কর্মসূচির সূচনা করবেন প্রধানমন্ত্রী৷ সেই অনুষ্ঠানে থাকার কথা রয়েছে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়েরও।

ABOUT THE AUTHOR

...view details