পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / city

নিম্নচাপ ও মৌসুমী বায়ুর প্রভাবে উত্তর ও দক্ষিণবঙ্গে ভারী বৃষ্টির পূর্বাভাস - আলিপুর আবহাওয়া দপ্তর

রাজস্থান থেকে ওড়িশা পর্যন্ত নিম্নচাপ অক্ষরেখা তৈরি হয়েছে বলে আলিপুর আবহাওয়া দপ্তর জানিয়েছে । নিম্নচাপের সঙ্গে মৌসুমী বায়ুর প্রভাবে রাজ্যের বিভিন্ন জায়গায় ভারী থেকে অতি ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে ।

Heavy rainfall in North bengal
উত্তরবঙ্গে ভারী বৃষ্টি

By

Published : Jun 15, 2020, 12:49 PM IST

কলকাতা, 15 জুন : কলকাতার আকাশ আজ সকাল থেকে আংশিক মেঘলা । দফায় দফায় হালকা থেকে মাঝারি বৃষ্টি হচ্ছে শহর ও শহরতলিতে । আলিপুর আবহাওয়া দপ্তর জানিয়েছে, আগামী 24 ঘণ্টায় দক্ষিণবঙ্গের কয়েকটি জেলায় ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে । ঝাড়গ্রাম, পশ্চিম মেদিনীপুর, বাঁকুড়া ও পুরুলিয়ায় বজ্রবিদ্যুৎসহ ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে । আবহাওয়া দপ্তর সূত্রে খবর, বৃহস্পতিবার থেকে দক্ষিণবঙ্গে বৃষ্টির পরিমাণ বৃদ্ধি পাবে । ওইদিন থেকে কলকাতাসহ দক্ষিণবঙ্গের প্রায় সব জেলাতে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে ।

উত্তরবঙ্গে ভারী বৃষ্টি চলবে আগামী 24 ঘণ্টায় । আলিপুরদুয়ার, কোচবিহার, কালিম্পং, জলপাইগুড়ি ও দার্জিলিংয়ে বৃষ্টির পূর্বাভাস রয়েছে । দার্জিলিং, জলপাইগুড়ি ও কালিম্পংয়ের দু'-এক জায়গায় অতি ভারী বৃষ্টি হতে পারে । রাজস্থান থেকে ওড়িশা পর্যন্ত একটি নিম্নচাপ অক্ষরেখা রয়েছে । তার সঙ্গে মৌসুমী বায়ুর প্রভাবে বৃষ্টি বলে জানিয়েছে আলিপুর আবহাওয়া দপ্তর ।

কলকাতায় গত 24 ঘণ্টায় দিনে সর্বোচ্চ তাপমাত্রা ছিল 30.1 ডিগ্রি সেলসিয়াস । যা স্বাভাবিকের থেকে 4 ডিগ্রি কম । সর্বনিম্ন তাপমাত্রা ছিল 26 ডিগ্রি সেলসিয়াস । যা স্বাভাবিকের থেকে 1 ডিগ্রি কম । বাতাসে জলীয় বাষ্পের পরিমাণ সর্বোচ্চ 97 শতাংশ, সর্বনিম্ন 88 শতাংশ । আগামী 24 ঘণ্টায় কলকাতার সর্বোচ্চ তাপমাত্রা 31 ডিগ্রি ও সর্বনিম্ন তাপমাত্রা 26 ডিগ্রি সেলসিয়াসের কাছাকাছি থাকবে । গত 24 ঘণ্টায় কলকাতায় বৃষ্টিপাতের পরিমাণ 29.8 মিলিমিটার ।

ABOUT THE AUTHOR

...view details