কলকাতা, 1জুলাই : উত্তরবঙ্গের জেলাগুলিতেআগামীকাল থেকে ভারী বৃষ্টির পূর্বাভাস দিয়েছে আলিপুর আবহাওয়া দপ্তর । উত্তরবঙ্গেরপাঁচ জেলায় সর্তকতা জারি করেছে আবহাওয়া দপ্তর । দার্জিলিং,কালিম্পং,আলিপুরদুয়ার,কোচবিহার ও জলপাইগুড়িতে অতি ভারীবৃষ্টির সম্ভাবনা রয়েছে । জলপাইগুড়ি,কালিম্পং,আলিপুরদুয়ার ও কোচবিহারে বৃষ্টিরপরিমাণ12থেকে20সেন্টিমিটারপর্যন্ত হতে পারে ।4জুলাইউত্তরবঙ্গের সব জেলায় অতি ভারী বৃষ্টির পূর্বাভাস রয়েছে ।5জুলাই পর্যন্ত ভারী বৃষ্টি চলবে বলেজানিয়েছে আলিপুর আবহাওয়া দপ্তর ।
নিম্নচাপের জেরে জেলায় ভারী বৃষ্টির সম্ভাবনা - আবহাওয়া দপ্তর
ফিরোজপুর থেকে দিল্লি, জামশেদপুর হয়ে দিঘা পর্যন্ত একটি নিম্নচাপ অক্ষরেখা তৈরি হয়েছে । এর জেরে উত্তর ও দক্ষিণবঙ্গের বিভিন্ন জেলায় আগামীকাল থেকে বৃষ্টিপাতের পূর্বাভাস দিয়েছে আবহাওয়া দপ্তর ।
নিম্নচাপের জেরে জেলায়ভারী বৃষ্টির সম্ভাবনা
রাজ্যেএকটি নিম্নচাপ তৈরি হয়েছে । ফিরোজপুর,দিল্লি,ডালটনগঞ্জ,জামশেদপুর হয়ে দিঘার ওপর দিয়েবঙ্গোপসাগর পর্যন্ত বিস্তৃত রয়েছে এই নিম্নচাপ অক্ষরেখা । এর প্রভাবে বঙ্গোপসাগরথেকে প্রচুর পরিমাণে জলীয়বাষ্প রাজ্যে ঢুকছে । আলিপুর আবহাওয়া দপ্তর জানিয়েছে,আগামীকাল দক্ষিণবঙ্গের জেলাগুলিতেবিক্ষিপ্তভাবে বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে । তবে আগামীকাল থেকে বৃষ্টির পরিমাণবাড়বে দক্ষিণবঙ্গের বিভিন্ন জেলায় । পূর্ব বর্ধমান,পশ্চিম বর্ধমান,বীরভূম,নদিয়া ও মুর্শিদাবাদে ভারী বৃষ্টিরসম্ভাবনা রয়েছে ।
কলকাতায় আকাশ আংশিক মেঘলারয়েছে । আগামীকাল কলকাতায় বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে । গত24ঘণ্টায় কলকাতায় দিনে সর্বোচ্চ তাপমাত্রা ছিল35.7ডিগ্রি সেলসিয়াস,যা স্বাভাবিকের থেকে3ডিগ্রি বেশি । গত24ঘণ্টায় কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা ছিল28.1ডিগ্রি সেলসিয়াস যা স্বাভাবিকের থেকে এক ডিগ্রি বেশি। বাতাসে জলীয়বাষ্পের পরিমাণ বেশি থাকায় আর্দ্রতাজনিত অস্বস্তি গরম রয়েছেকলকাতাসহ দক্ষিণবঙ্গের জেলাগুলিতে । কলকাতায় বাতাসে জলীয়বাষ্পের পরিমাণ সর্বোচ্চ89শতাংশ ও সর্বনিম্ন61শতাংশ । গত24ঘণ্টায় কলকাতায় বৃষ্টিপাত হয়নি । আগামী24ঘণ্টায় কলকাতায় দিনে সর্বোচ্চ তাপমাত্রা36ও সর্বনিম্ন তাপমাত্রা28ডিগ্রি সেলসিয়াসের কাছাকাছি থাকবে বলে জানিয়েছেআলিপুর আবহাওয়া দপ্তর ।