কলকাতা, 2 অক্টোবর : আজ ও আগামীকাল দক্ষিণবঙ্গের জেলাগুলির মধ্যে পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম, বাঁকুড়া, পুরুলিয়াতে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে । এছাড়া একাধিক জেলায় সোমবার পর্যন্ত বৃষ্টি চলবে । কোথাও ভারী আবার কোথাও মাঝারি-হালকা বৃষ্টিপাত হবে । গাঙ্গেয় পশ্চিমবঙ্গের জেলাগুলিতে আকাশ মেঘলা থাকবে । গাঙ্গেয় পশ্চিমবঙ্গের বাকি জেলাগুলিতে বজ্রবিদ্যুৎসহ দফায় দফায় বৃষ্টির পূর্বাভাস রয়েছে । তবে বাতাসে জলীয়বাষ্পের পরিমাণ বেশি থাকলে দক্ষিণবঙ্গের সব জেলাতেই আদ্রতাজনিত অস্বস্তিকর গরম থাকবে ।
অন্ধপ্রদেশ উপকূল ও ওড়িশা উপকূলের সংযোগস্থানে একটি নিম্নচাপ তৈরি হয়েছে । এই নিম্নচাপের প্রভাবে সোমবার পর্যন্ত ওড়িশা ও গাঙ্গেয় পশ্চিমবঙ্গের জেলাগুলিতে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে । সেইসঙ্গে ঝাড়খণ্ডে ভারী বৃষ্টি হতে পারে । পশ্চিমদিকের জেলাগুলিতে তুলনামূলক বেশি ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে । আগামীকাল ও রবিবার বৃষ্টির পরিমাণ বাড়বে অন্যান্য জেলাতে ও বিক্ষিপ্তভাবে ভারী বৃষ্টির পূর্বাভাস রয়েছে ।
আগামী 24 ঘণ্টায় উত্তরবঙ্গের জেলাগুলিতে বিক্ষিপ্তভাবে বজ্রবিদ্যুৎসহ হালকা মাঝারি বৃষ্টিপাতের পূর্বাভাস দিয়েছে আলিপুর আবহাওয়া অফিস । উত্তরবঙ্গের জেলাগুলিতে ভারী বৃষ্টির সম্ভাবনা নেই । তবে মালদা, উত্তর দিনাজপুর, দক্ষিণ দিনাজপুরে জলীয়বাষ্পের পরিমাণ বেশি থাকায় অস্বস্তিকর গরম অনুভূত হবে । অসম, মেঘালয়সহ উত্তর পূর্ব ভারতের রাজ্যগুলিতে আগামী তিন-চার দিন ভারী বৃষ্টির পূর্বাভাস রয়েছে ।
কলকাতাতে আকাশ মূলত মেঘলা রয়েছে । দফায় দফায় হালকা-মাঝারি বৃষ্টিপাত হচ্ছে শহর ও শহরতলিতে । তবে বাতাসে জলীয়বাষ্পের পরিমাণ বেশি থাকায় অস্বস্তিকর গরম অনুভূত হচ্ছে । আগামী 24 ঘণ্টায় বজ্রবিদ্যুৎসহ হালকা- মাঝারি বৃষ্টিপাতের পূর্বাভাস রয়েছে । গত 24 ঘণ্টায় কলকাতায় দিনের সর্বোচ্চ তাপমাত্রা ছিল 33.1 ডিগ্রি সেলসিয়াস যা স্বাভাবিক । সর্বনিম্ন তাপমাত্রা ছিল 26.2 ডিগ্রি সেলসিয়াস যা স্বাভাবিক । বাতাসে জলীয়বাষ্পের পরিমাণ সর্বোচ্চ 92% ও সর্বনিম্ন 61% । গত 24 ঘণ্টায় কলকাতায় বৃষ্টি হয়েছে 13 মিলিমিটার । আগামী 24 ঘণ্টায় কলকাতায় দিনের তাপমাত্রা সর্বোচ্চ সর্বনিম্ন 26 ডিগ্রি সেলসিয়াসের কাছাকাছি থাকবে ।