পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / city

Heart Surgery: চিকিৎসকের অভাবে ন্যাশনাল মেডিক্যালে বন্ধ হার্ট সার্জারি

চিকিৎসকের অভাবে কলকাতা ন্যাশনাল মেডিক্যাল কলেজে (Calcutta National Medical College) কার্ডিওলজি বিভাগ বন্ধ । বুধবার এই নিয়ে বিক্ষোভ দেখাল মেডিক্যাল সার্ভিস সেন্টার (Medical Service Centre) । সুপারের কাছে ডেপুটেশনও জমা দেয় ৷

Heart surgery closed at Calcutta National Medical College for lack of doctors
Heart Surgery: চিকিৎসকের অভাবে ন্যাশনাল মেডিক্যালে বন্ধ হার্ট সার্জারি

By

Published : Jul 27, 2022, 9:31 PM IST

কলকাতা, 27 জুলাই :চিকিৎসকের অভাবে কলকাতা ন্যাশনাল মেডিক্যাল কলেজে (Calcutta National Medical College) বন্ধ কার্ডিওলজি বিভাগ । সেই হাসপাতালের দু’জন চিকিৎসকের কেউই নেই । তাই চিকিৎসক না থাকায় বন্ধ থাকছে হার্ট সার্জারি (Heart Surgery) । বুধবার এই নিয়ে বিক্ষোভ দেখাল মেডিক্যাল সার্ভিস সেন্টার (Medical Service Centre) ।

চিকিৎসকের অভাবে ন্যাশনাল মেডিক্যালে বন্ধ হার্ট সার্জারি

ক্যালকাটা ন্যাশনাল মেডিক্যাল কলেজের কার্ডিওথোরাসিক বিভাগে ছিলেন দুই জন চিকিৎসক । হার্ট অপারেশনের দায়িত্বে ছিলেন চিকিৎসক সংযুক্তা রায় ও বিভাগীয় প্রধান আশিস মণ্ডল । স্বাস্থ্য দফতরের নির্দেশিকা অনুযায়ী, গত 19 জুলাই কলকাতা ন্যাশনাল মেডিক্যাল কলেজের এই দু’জন চিকিৎসকের বদলি হয় । আর তারপর থেকেই বন্ধ ক্যালকাটা ন্যাশনাল মেডিক্যাল কলেজের হার্ট অপারেশন ।

চিকিৎসকের অভাবে ন্যাশনাল মেডিক্যালে বন্ধ হার্ট সার্জারি

মেডিকেল সার্ভিস সেন্টারের এক্সিকিউটিভ মেম্বার চিকিৎসক বিপ্লব চন্দ্র বলেন, "বহু দূরদূরান্ত থেকে সাধারণ মানুষ চিকিৎসা করাতে আসেন ক্যালকাটা ন্যাশনাল মেডিক্যাল কলেজে । তবে সেই হাসপাতালের অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা বিভাগ হার্ট সার্জারি, যা রাজ্য সরকার তুলে দেওয়া পরিকল্পনা করছে । এর ফলে সাধারণ মানুষের বিভিন্ন সমস্যা দেখা দিচ্ছে । তাই জন্য আমরা হাসপাতালে সুপারকে ডেপুটেশন জমা দিয়েছি । তবে তাঁকে দেখে কোনোভাবেই মনে হয়নি, তিনি এই বিষয়টা নিয়ে চিন্তিত । তাই দরকার হলে আমরা এর বিরোধিতা করে আবারও রাস্তায় নামব ৷"

চিকিৎসকের অভাবে ন্যাশনাল মেডিক্যালে বন্ধ হার্ট সার্জারি

অ্যানেস্থেসিয়া বিভাগের প্রথম বর্ষের ছাত্র মৃন্ময় বসাক বলেন, "আচমকাই আমাদের কাছে এটি নোটিশ আসে । যেখানে বলা হচ্ছে আমাদের যে আরএমও ছিলেন, তা ছাড়া সেসব চিকিৎসক ও অধ্যক্ষ ছিলেন তাঁদের অন্য জায়গায় বদলি করা হয়েছে । এর ফলে আমরা বিভিন্ন জিনিস শেখার থেকে বঞ্চিত থাকছি । এর ফলে রোগীদের পাশাপাশি মেডিক্যাল শিক্ষার ক্ষতি হচ্ছে ৷"

চিকিৎসকের অভাবে ন্যাশনাল মেডিক্যালে বন্ধ হার্ট সার্জারি

আরও পড়ুন :SSKM Hospital: এসএসকেএমের উপর আদালতের আস্থা হারানো লজ্জার, মত ওই হাসপাতালেরই চিকিৎসকের

ABOUT THE AUTHOR

...view details