কলকাতা, 20 মে : নারদ-কাণ্ডে গ্রেফতার হওয়া তৃণমূল কংগ্রেসের চার হেভিওয়েট নেতা এবং শোভন চট্টোপাধ্যায়ের ভবিষ্যৎ কী হবে ? তার উত্তর আজই মিলতে পারে বলে অনেকে মনে করেছিলেন ৷ কিন্তু সেই সম্ভাবনা আজকের মতো খারিজ হয়ে গেল ৷ কারণ, আজ আর হাইকোর্টে নারদ মামলার শুনানি হচ্ছে না ৷
কিন্তু কেন এই মামলার শুনানি হচ্ছে না ৷ তা নিয়ে এখনও বিস্তারিত কিছু জানা যায়নি ৷ আদালত সূত্রে এখনও পর্যন্ত এই বিষয়ে যা জানিয়েছে, তা হল অনিবার্য কারণবশত নারদ মামলার শুনানি আজ করা হচ্ছে না ৷ এর পর কবে শুনানি হবে, তা অবশ্য এখনও জানা যায়নি ৷
উল্লেখ্য, কলকাতা হাইকোর্টের ভারপ্রাপ্ত প্রধান বিচারপতি রাজেশ বিন্দাল ও অরিজিৎ বন্দ্যোপাধ্যায়ের ডিভিসন বেঞ্চে নারদ মামলার শুনানি চলছে ৷ গতকাল, বুধবার এই মামলার শুনানি হয়েছে ৷ তার পর আজ আবার শুনানি হওয়ার কথা ছিল ৷ সেই শুনানি হচ্ছে না ৷