পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / city

Health meeting to control Dengue Malaria: শহরে ডেঙ্গি-ম্যালেরিয়া নিয়ন্ত্রণে শুরু হচ্ছে বরো ভিত্তিক বৈঠক - ডেঙ্গি ম্যালেরিয়া নিয়ন্ত্রণে বরোভিত্তিক বৈঠক

শহরে মশাবাহিত রোগ ডেঙ্গি ও ম্যালেরিয়া নিয়ন্ত্রণে বরোভিত্তিক বৈঠক শুরু করছে কলকাতা পৌরনিগম (Health meeting to control Dengue Malaria)৷ 17 ফেব্রুয়ারি 7 নম্বর বরো দিয়ে শুরু হচ্ছে বৈঠক ৷

health meeting to be held in kolkata corporation boroughs to control Dengue Malaria
শহরে ডেঙ্গি-ম্যালেরিয়া নিয়ন্ত্রণে শুরু হচ্ছে বরো ভিত্তিক বৈঠক

By

Published : Feb 15, 2022, 11:34 AM IST

কলকাতা, 15 ফেব্রুয়ারি: মশাবাহিত রোগ প্রতিবারই কপালে চিন্তার ভাঁজ ফেলে কলকাতা পৌরনিগম কর্তৃপক্ষের (Health meeting to control Dengue Malaria)। বিগত বছরও একই ছবি ধরা পড়েছিল । ম্যালেরিয়ার লাগামহীন বাড়বাড়ন্তে ঘুম ছুটেছিল নগরবাসীর । তাই এ বার বছরের শুরু থেকেই সতর্ক পৌর কর্তৃপক্ষ (kolkata corporation boroughs meeting)।

মশাবাহিত রোগ ডেঙ্গি, ম্যালেরিয়া (KMC meeting to control Dengue Malaria ) রুখতে কী কী পদক্ষেপ করা যায়, তা নিয়ে বরোভিত্তিক বৈঠক শুরু হচ্ছে । চলতি মাসের 17 ফেব্রুয়ারি 7 নম্বর বরো দিয়ে শুরু হচ্ছে বৈঠক । আগাম পরিকল্পনা করা হবে যাতে বর্ষা ও তার পরবর্তীতে রোগের প্রাদুর্ভাবে লাগাম টানা যায় ।

আরও পড়ুন:Kolkata Municipal Corporation : মশাবাহিত রোগ প্রতিরোধে ওয়ার্ড কো-অর্ডিনেটরদের সক্রিয় ভূমিকা চায় কলকাতা পৌরনিগম

গত বছর শহরে চিন্তার কারণ হয়ে দাঁড়িয়েছিল ম্যালেরিয়া । গতবার ডেঙ্গি আক্রান্তের সংখ্যা ছিল 2500 । ম্যালেরিয়া আক্রান্তের সংখ্যা প্রায় 13 হাজার । আক্রান্তের বেশিরভাগই ছিল 7, 8, 9 ও 10 নম্বর বরো এলাকায় । এই এলাকাগুলিতে মশাবাহিত রোগের চিরকালই প্রকোপ দেখা দেয় । তাই যেখানে এই রোগগুলির প্রাদুর্ভাব বেশি, সেই বরোগুলি দিয়েই বৈঠক শুরু করার পরিকল্পনা করেছে স্বাস্থ্য বিভাগ ।

আরও পড়ুন:মশার উপদ্রবে নাজেহাল, প্রশ্নের মুখে পৌরনিগমের ডেঙ্গি অভিযান

সেই অনুসারেই প্রথম বৈঠক হবে 7 নম্বর বরোয় । মল্লিকবাজারের উন্নয়ন ভবনে হবে সেই বৈঠক । প্রত্যেক কাউন্সিলারকে উপস্থিত থাকতে বলা হয়েছে । দ্বিতীয় বৈঠক হবে আগামী 22 ফেব্রুয়ারি 9 নম্বর বরোয় ।

ABOUT THE AUTHOR

...view details