পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / city

মন্ত্রী নির্মল মাজির মস্তিষ্কে অস্ত্রোপচার সফল, শারীরিক অবস্থা স্থিতিশীল - nirmal maji

মস্তিষ্কে রক্তক্ষরণের জন্য নির্মল মাজি ভরতি ছিলেন বাঙুর ইনস্টিটিউট অফ নিউরোসায়েন্সেসে । তাঁর অস্ত্রোপচার সফল হয়েছে ৷ শেষ খবর পাওয়া পর্যন্ত তাঁর শারীরিক অবস্থা স্থিতিশীল রয়েছে ।

ছবি
ছবি

By

Published : Sep 7, 2020, 6:44 PM IST

কলকাতা, 7 সেপ্টেম্বর : মন্ত্রী, চিকিৎসক নির্মল মাজির মস্তিষ্কে সফল হল অস্ত্রোপচার । মস্তিষ্কে রক্তক্ষরণ হওয়ার কারণে আজ মন্ত্রীর অস্ত্রোপচার করা হয়েছে বাঙুর ইনস্টিটিউট অফ নিউরোসায়েন্সেস (BIN)-এ । অস্ত্রোপচারের পরে তাঁকে ICU-র পর্যবেক্ষণে রাখা হয়েছে । শেষ খবর পাওয়া পর্যন্ত তাঁর শারীরিক অবস্থা স্থিতিশীল রয়েছে ।

রাজ্যের মন্ত্রী, চিকিৎসক নির্মল মাজি কলকাতা মেডিকেল কলেজ ও হাসপাতালের রোগী কল্যাণ সমিতির চেয়ারপার্সন । বৃহস্পতিবার অর্থাৎ 3 সেপ্টেম্বর কলকাতা মেডিকেল কলেজ ও হাসপাতালে তিনি অসুস্থতা বোধ করেন ৷ এরপর তাঁকে নিয়ে যাওয়া হয় বাঙুর ইনস্টিটিউট অফ নিউরোসায়েন্সেসে । সেখানে সিটি স্ক্যান করে দেখা যায় মন্ত্রীর মস্তিষ্কে রক্তক্ষরণ হয়েছে । এরপর তাঁকে SSKM হাসপাতালের কার্ডিওলজি বিভাগে ভরতি করানো হয় । সেখানে তাঁকে পর্যবেক্ষণে রাখা হয় । মন্ত্রী নির্মল মাজির চিকিৎসার জন্য SSKM হাসপাতালে 8 সদস্যের একটি মেডিকেল বোর্ড গঠন করা হয়েছে । রক্তক্ষরণের কারণে মন্ত্রী নির্মল মাজির মস্তিষ্কে অপারেশনের সিদ্ধান্ত এই মেডিকেল বোর্ডের সদস্যরা শনিবার নেন । এর জন্য COVID- টেস্ট করানো হয় । তবে, মন্ত্রীর COVID-19 টেস্টের রিপোর্ট নেগেটিভ আসে ।

শনিবারের ওই সিদ্ধান্ত অনুযায়ী আজ সকালে SSKM হাসপাতালের অধীনে BIN-এ মন্ত্রী নির্মল মাজির মস্তিষ্কে অস্ত্রোপচার করা হয় । জানা গেছে, এক ঘণ্টা ধরে চলা এই অস্ত্রোপচারে মন্ত্রীর মস্তিষ্ক থেকে ক্ষরণ হওয়া রক্ত বের করা হয় । অস্ত্রোপচার সফল হয়েছে বলে SSKM হাসপাতাল কর্তৃপক্ষের তরফে জানানো হয়েছে । অস্ত্রোপচারের পরে মন্ত্রীকে ICU-তে পর্যবেক্ষণে রাখা হয়েছে। শেষ খবর পাওয়া পর্যন্ত মন্ত্রীর শারীরিক অবস্থা স্থিতিশীল রয়েছে।

COVID-19-এর পরিস্থিতি তদারকির জন্য প্রতিদিন এখন কলকাতা মেডিকেল কলেজ ও হাসপাতালে সময় দিতেন মন্ত্রী নির্মল মাজি । সেখানে তিনি দীর্ঘ সময় থাকতেন । অন্যান্য দিনের মতো গত বৃহস্পতিবারও সকাল থেকে ব্যস্ততার মধ্যে তিনি ছিলেন । এরই মধ্যে তিনি অসুস্থতা বোধ করেন । তাঁর মাথায় ব‍্যথা হতে থাকে । চিকিৎসকরা দ্রুত তাঁর স্বাস্থ্য পরীক্ষা করেন । এর পরে ওই দিন মন্ত্রী নির্মল মাজিকে নিয়ে যাওয়া হয় বাঙুর ইনস্টিটিউট অফ নিউরোসায়েন্সেসে ।

ABOUT THE AUTHOR

...view details