কলকাতা , 19 মে : স্থিতিশীল করোনা আক্রান্ত প্রাক্তন মুখ্যমন্ত্রী বুদ্ধদেব ভট্টাচার্য ৷ এখনই তাঁকে হাসপাতালে ভর্তি করার মত পরিস্থিতি তৈরি হয়নি ৷ তবে বুধবার প্রাক্তন মুখ্যমন্ত্রীর পরবর্তী চিকিৎসার বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হতে পারে ।
মঙ্গলবার প্রাক্তন মুখ্যমন্ত্রী ও তাঁর স্ত্রীর করোনা রিপোর্ট পজিটিভ আসে । বুদ্ধবাবুর স্ত্রী মীরা ভট্টাচার্যকে দক্ষিণ কলকাতার একটি বেসরকারি হাসপাতালে ভর্তি করা হয়েছে । শ্বাসকষ্ট থাকায় তাঁকে অক্সিজেন সাপোর্ট দেওয়া হচ্ছে । তাঁর শরীরে এই মুহূর্তে অক্সিজেনের মাত্রা 95-97।
মীরা ভট্টাচার্যের থেকেও চিকিৎসকরা সতর্ক বুদ্ধবাবুর শারীরিক অবস্থা নিয়ে । দীর্ঘদিন ধরেই সিওপিডি-তে ভুগছেন বুদ্ধদেব ভট্টাচার্য। গত কয়েক বছরে সে সমস্যা আরও বেড়েছে । অধিকাংশ সময়ই অক্সিজেন সাপোর্ট লাগে বুদ্ধবাবুর । সম্প্রতি একাধিকবার হাসপাতালে ভর্তি করতে হয় তাঁকে ।