কলকাতা, 22 জুন:এবার থেকে আসা যাওয়ার পথে, মাত্র কয়েক মিনিটেই করিয়ে নেওয়া যাবে জরুরি কিছু স্বাস্থ্যপরীক্ষা ৷ এই পরিষেবা পাওয়া যাবে শহরের মেট্রো স্টেশনগুলিতে (Health Check Up At Kolkata Metro) ৷ মেট্রোযাত্রীদের জন্য এমনই ব্যবস্থা করেছে কর্তৃপক্ষ ৷ কলকাতা মেট্রো সূত্রে খবর, নামমাত্র খরচেই মেট্রো স্টেশনগুলিতে ন্যূনতম কিছু স্বাস্থ্যপরীক্ষা করানো যাবে ৷ প্রাথমিকভাবে পার্ক স্ট্রিট, এসপ্ল্যানেড, মহানায়ক উত্তমকুমার ও কালীঘাট মেট্রো স্টেশনে এই পরিষেবা শুরু করা হয়েছে ৷ বুধবার থেকে তা ব্যবহার করা শুরুও করে দিয়েছেন যাত্রীরা ৷
মেট্রোর আধিকারিকরা জানিয়েছেন, যাত্রীদের সুবিধা ও স্বাচ্ছন্দ্যের কথা মাথায় রেখেই এই পদক্ষেপ করা হয়েছে ৷ যেখান থেকে যাত্রীরা এই পরিষেবা পাবেন, তাকে বলা হচ্ছে, হেল্থ কিয়স্ক (Health Kiosk) ৷ যা দেখতে অনেকটা ওজন যন্ত্রের মতো ৷ এখনও স্টেশন-সহ বিভিন্ন জায়গায় এমন যন্ত্র দেখা যায় ৷ যন্ত্রের উপর উঠে দাঁড়িয়ে নির্দিষ্ট পরিমাণ খুচরো পয়সা ঢুকিয়ে দিলেই একটি টিকিট বেরিয়ে আসে ৷ তাতে ব্যক্তির ওজন-সহ নানা তথ্য থাকে ৷