কলকাতা, 23 জুন: কলকাতা হাইকোর্টে(Calcutta High Court) জিটিএ নির্বাচন মামলা শুনানি শেষ হয় বৃহস্পতিবার ৷ এই মামলার শুনানি শেষে বিচারপতি মৌসুমী ভট্টাচার্য রায়দান স্থগিত রাখেন ৷ 24 জুন অর্থাৎ আগামিকাল এই মামলার রায়দান করা হবে বলে জানিয়েছেন তিনি । আজ মামলার শুনানি শেষে রাজ্য এবং মামলাকারী জিএনএলএফ-এর তরফে নিজেদের বক্তব্য লিখিত আকারে জমা করা হয় আদালতে ।
জিএনএলএফ জিটিএ নির্বাচনের (GTA Election) বৈধতা চ্যালেঞ্জ করে কলকাতা হাইকোর্টে মামলা দায়ের করেছিল ৷ তাদের বক্তব্য, সংবিধান সংশোধন না করে এই নির্বাচন করা যায় না । সংবিধান সংশোধন না করেই রাজ্য সরকার 2011 সালে জিটিএ তৈরি করেছিল । ফলে পুরো নির্বাচনী প্রক্রিয়ায় অবৈধ হবে । কিন্তু অ্যাডভোকেট জেনারেল সৌমেন্দ্রনাথ মুখোপাধ্যায় জানিয়েছিলেন, ইতিমধ্যেই জিটিএ নির্বাচন প্রক্রিয়া শুরু হয়ে গিয়েছে ৷ পোস্টাল ভোট ইতিমধ্যেই পড়ে গিয়েছে ৷ আদালতের কোনওভাবেই এই নির্বাচনী প্রক্রিয়ায় হস্তক্ষেপ করা উচিত নয় । দুপক্ষের বক্তব্যের পর আজ রায়দান স্থগিত রেখেছে বিচারপতি ৷ আগামিকাল এই মামলার রায়দান করা হবে ।