কলকাতা, 25 এপ্রিল : বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী-সহ পাঁচ বিজেপি বিধায়কের বিধানসভা থেকে সাসপেনশন সংক্রান্ত মামলায় রাজ্যকে হলফনামা জমা দেওয়ার নির্দেশ হাইকোর্টের (HC seeks affidavit of state government in BJP MLAs suspension case)। 2 মে-র মধ্যে রাজ্যের অ্যাডভোকেট জেনারেলকে এ ব্যাপারে স্পিকারের বক্তব্য জানাতে নির্দেশ দেন বিচারপতি রাজশেখর মান্থা। আগামী 5মে ফের শুনানি হবে এই মামলার ৷
গত 30 মার্চ বিধানসভার বাজেট অধিবেশন চলাকালীন হাতাহাতিতে জড়িয়ে পড়েন বিধায়করা ৷ পরবর্তীতে এই ঘটনায় জড়িত থাকার কারণে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী-সহ আরও পাঁচ বিজেপি বিধায়ককে পুরো অধিবেশনের জন্যই সাসপেন্ড করেন বিধানসভার স্পিকার বিমান বন্দ্যোপাধ্যায়। বাকি চারজন হলেন মনোজ টিগ্গা, দীপক বর্মা, নরহরি মাহাত এবং শঙ্কর রায় ৷ বিজেপির অভিযোগ ছিল, বগটুই-কাণ্ডের প্রতিবাদ করার জন্যই তাদের সাসপেনশনের নোটিস ধরানো হয়েছে ৷ স্পিকারের সিদ্ধান্তের প্রতিবাদে হাইকোর্টের দ্বারস্থ হয়েছিলেন পাঁচ বিজেপি বিধায়ক ৷