কলকাতা, 10 মে : বগটুইয়ে পঞ্চায়েতের উপপ্রধান ভাদু শেখের খুন (TMC Leader Murder Case at Rampurhat) এবং তার পরবর্তীতে একাধিক ব্যক্তিকে পুড়িয়ে মারার ঘটনায় (Bagtui Massacre) নিম্ন আদালত দুই অভিযুক্তকে জামিন দিল কিভাবে, সেই আবেদন নিয়ে কলকাতা হাইকোর্টের (Calcutta High Court) প্রধান বিচারপতি প্রকাশ শ্রীবাস্তবের দৃষ্টি আকর্ষণ করেছেন মামলাকারী আইনজীবী ও সিবিআই উভয়পক্ষই । পাশাপাশি আরেক আইনজীবী কৌস্তব বাগচী এই মামলা যাতে বীরভূম জেলা থেকে অন্য কোনও জেলায় স্থানান্তর করা হয়, তার আবেদন জানিয়েছেন ।
আগুন লাগানোর ঘটনা নিয়ে দুই অভিযুক্তকে সম্প্রতি নিম্ন আদালত সিবিআইকে কিছু না জানিয়েই জামিন দিয়েছে বলে অভিযোগ উঠেছে । ওই দুই অভিযুক্ত নাবালক, এই যুক্তিতে নিম্ন আদালত তাদের জামিন মঞ্জুর করেছে বলে জানা গিয়েছে ।
এই ব্যাপারে আজ প্রধান বিচারপতি প্রকাশ শ্রীবাস্তবের ডিভিশন বেঞ্চে মামলার শুনানি হয় ৷ তখন প্রধান বিচারপতি সিবিআইয়ের আইনজীবীর উদ্দেশ্যে বলেন, ‘‘দু’জন অভিযুক্ত জামিন পেলেন, আপনারা জামিন বাতিলের আবেদন জানাননি কেন ?’’ যদিও সিবিআইয়ের তরফে জানানো হয় যে তারা জামিন বাতিলের আবেদন জানিয়েছিল ৷ কিন্তু নিম্ন আদালত তা খারিজ করে দিয়েছে ।