কলকাতা, 16 জুন : আমতায় তৃণমূল কার্যালয়ে বোমা বিস্ফোরণে মৃত মহরম আলির মামলায় হাওড়া গ্রামীণ পুলিশের এসপি-কে তদন্ত করে দু'সপ্তাহের মধ্যে রিপোর্ট দেওয়ার নির্দেশ দিল কলকাতা হাইকোর্ট (HC orders Howrah SP to submit report in Amta Bomb Blast Case)। এর সঙ্গে এসপি-কে আদালতে জানাতে হবে, কেনও এই মামলায় এনআইএকে তদন্তভার দেওয়া হবে না ৷
চিত্তরঞ্জন ন্যাশনাল মেডিক্যাল কলেজে মৃত্যু হয়েছিল মহরম আলির । কিন্তু মৃত্যুর কথা নাকি জানতেনই না আমতা থানার আইসি । ফলে বিচারপতি শম্পা সরকার আজ আইসি-কে ডেকে পাঠিয়েছিলেন আদালতে (Calcutta High Court)।
আমতা থানা এলাকায় গত 23 ফেব্রুয়ারি তৃণমূলের পার্টি অফিসে বোমা বিস্ফোরণ ঘটে ৷ সেই বিস্ফোরণে জখম হয়ে কয়েকদিন পর মহরম আলি মারা যান । তাঁর বাবা সরাবত আলি পুলিশে অভিযোগ জানাতে গেলে পুলিশ এফআইআর নেয়নি । উলটে তাঁকে ফাঁসানোর চেষ্টা করা হয়। তাঁর নামে নতুন অভিযোগ দায়ের হয় । সরাবত আলি এই মামলায় আদালতে এনআইএ তদন্তের আবেদন করেন ৷ এর পরিপেক্ষিতেই এদিন এসপি-কে কেনও এই মামলায় এনআইএকে তদন্তভার দেওয়া হবে না, তা আদালতে জানাতে বলা হয় ৷