পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / city

ডাক্তারি স্নাতকোত্তরে 4 প্রার্থীকে ভরতি নেওয়ার নির্দেশ হাইকোর্টের

চারজন প্রার্থীর আবেদনের ভিত্তিতে আগামী 5 দিনের মধ্যে ডাক্তারি স্নাতকোত্তরে তাঁদের ভরতি নেওয়ার নির্দেশ দিল কলকাতা হাইকোর্টের অবকাশকালীন সিংগল বেঞ্চ । 31 মে ছিল ভরতির শেষদিন ।

ফাইল ছবি

By

Published : Jun 4, 2019, 10:38 PM IST

কলকাতা, 4 জুন : চারজন প্রার্থীর আবেদনের ভিত্তিতে আগামী 5 দিনের মধ্যে ডাক্তারি স্নাতকোত্তরে তাঁদের ভরতি নেওয়ার নির্দেশ দিল কলকাতা হাইকোর্টের অবকাশকালীন সিংগল বেঞ্চ । 31 মে ছিল ভরতির শেষদিন । এরপরও MD ও MS কোর্সে 153টি সিট খালি রয়ে গেছে বলে জানিয়ে আজ হাইকোর্টে আবেদন জানিয়েছিলেন ওই প্রার্থীরা ।

MBBS পাশ করে বর্তমানে ডাক্তার মহম্মদ আসিফ কবির, পৃথা ধারা, অনির্বাণ বোস ও এ ধিলন । এই চার প্রার্থী আজ হাইকোর্টের অবকাশকালীন বেঞ্চের দ্বারস্থ হন । তাঁদের তরফে আইনজীবী শুদ্ধসত্ত্ব ব্যানার্জি বিচারপতি শম্পা সরকারের সিংগল বেঞ্চে বলেন, "এখনও 153টি সিট খালি রয়েছে । 31 তারিখ ভরতির শেষদিন ছিল । সেইদিন আমার মক্কেলরা গেছিল । কিন্তু বিশ্ববিদ্যালয় (ওয়েস্ট বেঙ্গল ইউনিভার্সিটি অফ হেলথ সায়েন্স) ওই দিনের মধ্যে কাউন্সেলিংয়ের কাজ পুরো সম্পন্ন করতে পারেনি । কারণ হাইকোর্টের সিংগল বেঞ্চ এর আগে স্নাতকোত্তরে ভরতির উপর স্থগিতাদেশ জারি করে দেয় । কিন্ত হাইকোর্টের ডিভিশন বেঞ্চ সিংগল বেঞ্চের সেই নির্দেশ খারিজ করে 30 মে । 31 তারিখের মধ্যে ভরতির সমস্ত প্রক্রিয়া শেষ করার নির্দেশ দেন । মাত্র একদিনের মধ্যে বিশ্ববিদ্যালয় এই প্রক্রিয়া সম্পন্ন করতে পারেনি । আমার মক্কেলরা ফিরে এসেছে । ওদের যাতে ভরতি নেওয়া হয় তার ব্যবস্থা করুক মেডিকেল কাউন্সিল অফ ইন্ডিয়া ।"

অন্যদিকে মেডিকেল কাউন্সিলের তরফে আইনজীবী ইন্দ্রনীল রায় বলেন, "আবেদনকারীদের র‍্যাঙ্ক ছিল অনেক পিছনের দিকে । সেই জন্য ভরতি হতে পারেননি । 31 মে পর্যন্ত ভরতির সময়সীমা ছিল । আর কোনওভাবে ভরতি নেওয়া সম্ভব নয় ।"

পালটা প্রার্থীদের আইনজীবী বলেন, "ভরতির নিয়ম অনুয়ায়ী চার রাউন্ড কাউন্সেলিংয়ের ব্যবস্থা করতে হয় । কিন্তু মাত্র দুটো কাউন্সেলিং হয়েছিল । আরও দুটো তো বাকি রয়েছে । সব থেকে বড় ব্যাপার হচ্ছে এখনও 153টি সিট খালি পড়ে রয়েছে । মেডিকেল কাউন্সিলের সমস্যা কোথায় ভরতি নেওয়ায় । আর আমার মক্কেলদের র‍্যাঙ্ক পিছনের দিকে থাকলেও শূন্যপদ রয়েছে দেখে তারা কাউন্সেলিংয়ে হাজির হয়েছিল । অন্যরা যায়নি ।"

তখন মেডিকেল কাউন্সিলের তরফে আইনজীবী ইন্দ্রনীল রায় আবার বলেন, "এভাবে একজন দু'জন করে যদি অনুমতি দেওয়া হয় তাহলে বিস্তর সমস্যা তৈরি হবে । আজ চারজন ভরতির অনুমতি চেয়ে হাইকোর্টের দ্বারস্থ হয়েছে । আগামীকাল আবার দু'জন আসবে আবেদন নিয়ে ।" কিন্তু শেষ পর্যন্ত বিচারপতি শম্পা সরকার মেডিকেল কাউন্সিলের বক্তব্যকে খারিজ করে দেন । সেই সঙ্গে বিচারপতি শম্পা সরকার নির্দেশ দেন আগামী 5 দিনের মধ্যে বিশ্ববিদ্যালয় ওই প্রার্থীদের MD ও MS কোর্সে ভরতি করে নেবে।

মামলাকারীরা ন্যাশনাল এলিজিবিলিটি কাম এন্ট্রান্স টেস্ট (NEET-PG) পাশ করে ২০১৯ সালের স্টেট কাউন্সেলিং প্রক্রিয়ায় অংশ নেন । যা 29 মার্চ শুরু হয় । ওই একই তারিখে একটা সরকারি বিজ্ঞপ্তিতে বলা হয় কর্মরত ডাক্তারদের জন্য 40 শতাংশ এবং বাকি 60 শতাংশ আসনে ভরতি হতে পারবেন অন্যরা । পাশাপাশি কর্মরত সরকারি যে সব ডাক্তার প্রত্যন্ত গ্রামীণ হাসপাতালে কাজ করেন তাদের জন্য 10 শতাংশ ওয়েটেজ বা বাড়তি নম্বর দিয়ে সবাইকে ভরতির সুযোগ দেওয়া হোক এটা ছিল দাবি । এই সমস্ত বিষয় নিয়ে মামলা দায়ের হয়েছিল হাইকোর্টের সিঙ্গল বেঞ্চে । বিচারপতি সমাপ্তি চট্টোপাধ্যায়ের সিঙ্গল বেঞ্চ কাউন্সেলিং প্রক্রিয়ার উপরই স্থগিতাদেশ দিয়ে দেয় । এর বিরুদ্ধে 30 মে হাইকোর্টের ডিভিশন বেঞ্চে আবেদন জানান ডাক্তাররা । কারণ তাঁদের দাবি ছিল সুপ্রিমকোর্টের নির্দেশ রয়েছে 31 মে-র মধ্যে MD ও MS কোর্সে ভরতির প্রক্রিয়া শেষ করতে হবে । বিচারপতি হরিশ ট্যান্ডন ও তীর্থঙ্কর ঘোষের ডিভিশন বেঞ্চ সিঙ্গল বেঞ্চের স্থগিতাদেশ খারিজ করে দেন এবং অবিলম্বে ভরতি প্রক্রিয়া শেষ করার নির্দেশ দেন ।

ABOUT THE AUTHOR

...view details