কলকাতা, 19 জুলাই: প্রাথমিক শিক্ষক নিয়োগ দুর্নীতিতে যে রহস্যময় ব্যাক্তিকে ঘিরে জনমানসে উৎসাহের অন্ত নেই, সেই 'সৎ রঞ্জন' ওরফে চন্দন মণ্ডলকে এবার হাইকোর্টে সশরীরে উপস্থিত হওয়ার নির্দেশ দিলেন বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়। আগামী শুক্রবার তাকে হাইকোর্টে হাজির হওয়ার নির্দেশ দেওয়া হয়েছে (HC directs Chandan Mondal to be appear before court on Friday) ৷ এর আগে বিচারপতি তাঁকে সিবিআই দফতরে হাজিরা দেওয়ার নির্দেশ দিলেও তিনি তা দেননি। কিন্ত শিক্ষক নিয়োগ মামলায় চন্দন মণ্ডলের হয়ে এক আইনজীবী এদিন আদালতে হাজির হন।
এরপরই বিচারপতি গঙ্গোপাধ্যায়ের সিঙ্গল বেঞ্চ আগামী শুক্রবার চন্দন মণ্ডলকে সশরীরে আদালতে হাজির হওয়ার নির্দেশ দেয়। পাশাপাশি এদিন প্রাথমিক শিক্ষা পর্ষদের প্রাক্তন সভাপতি মানিক ভট্টাচার্যের সম্পত্তির হিসেব আদালতের কাছে জমা দেওয়ার নির্দেশ থাকলেও তা দিতে না-পারায় সিঙ্গল বেঞ্চ আগামিকালের মধ্যে তা হলফনামা আকারে জমা দেওয়ার নির্দেশ দিয়েছে। তবে সেই সম্পত্তির হিসেব এখনই প্রকাশ্যে আনবে না সিঙ্গল বেঞ্চ ৷