কলকাতা, 22 অগাস্ট: কেমন আছে ময়দানে জয়রাইডের জন্য ব্যবহৃত ঘোড়ার দল ? তাঁদের স্বাস্থ্যপরীক্ষা খবর নিতে এবং পুঙ্খানুপুঙ্খ রক্ষণাবেক্ষণের জন্য কমিটি গড়ে দিল কলকাতা হাইকোর্ট (Calcutta High Court) ৷ দু'টি স্বেচ্ছাসেবী সংগঠন, রাজ্য এবং কেন্দ্রীয় সরকারি প্রতিষ্ঠানের প্রতিনিধিদেরকে রেখেই চার সদস্যের কমিটি গড়ল প্রধান বিচারপতির ডিভিশন বেঞ্চ (HC builds a 4 members committee to take care of Joyride horses at Maidan)।
তবে এই ব্যবস্থা যে চিরস্থায়ী নয়, তাও জানিয়ে দিয়েছে প্রধান বিচারপতির ডিভিশন বেঞ্চ ৷ পাশাপাশি রাজ্য সরকারকে (Government of West Bengal) ময়দানে ঘোড়ার গাড়িতে সফর-সহ, ঘোড়াদের চিকিৎসা পরিষেবার যাবতীয় দিক দেখভালের জন্য গাইডলাইন তৈরিতেও জোর দিয়েছেন ৷ চার মাসের মধ্যে এই গাইডলাইন তৈরি করতে হবে। কমিটিকে ছ'মাসের পর গোটা পরিস্থিতি নিয়ে বিস্তারিত রিপোর্ট দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে ৷ 19 সেপ্টেম্বর মামলার পরবর্তী শুনানি। ওইদিন কমিটি গঠন নিয়ে রিপোর্ট দিতে হবে।