পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / city

Durga Puja 2022: হাজরা পার্ক দুর্গোৎসবের থিম 'তাণ্ডব' - হাজরা পার্ক দুর্গোৎসব

দেখতে দেখতে 80 বছরে পদার্পণ করল হাজরা পার্ক দুর্গোৎসব (Durga Puja 2022)। তাদের এবারের থিম 'তাণ্ডব'। সাম্প্রতিক সময়ে বিশ্বজুড়ে ঘটে চলা ঘটনাবলীকেই উপস্থাপিত করা হয়েছে 'তাণ্ডব' থিমের মধ্যে দিয়ে ৷

Durga Puja 2022
হাজরা পার্ক দুর্গোৎসবের থিম 'তাণ্ডব'

By

Published : Sep 17, 2022, 9:31 PM IST

কলকাতা, 17 সেপ্টেম্বর: বিশ্বকর্মার আরাধোনার মধ্য দিয়ে বঙ্গে দেবীর আহ্বান ৷ কাশফুলে দোলা লাগা আর বাতাসে শিউলি ফুলের গন্ধ জানান দিচ্ছে ঢাকে কাঠি পড়ে গিয়েছে ৷ পুজো মানেই শহরে মণ্ডপ গুলির ‘থিম যুদ্ধ’ শুরু ৷ দর্শক টানাতে কোনও মণ্ডপ কতটা পারদর্শী তা জাহির করতে ব্যস্ত পুজোর উদ্য়োক্তারা ৷

উদ্যোক্তাদের কথায় করোনা এবং প্রাকৃতিক দুর্যোগ এক প্রকার তাণ্ডব চালিয়েছে মানবসভ্যতার উপর ৷ আর প্রকৃতির এই তাণ্ডবে সাধরণ মানুষের জীবনযাত্রা ক্ষতিগ্রস্ত হয়েছে ৷ প্রকৃতির সেই তাণ্ডব লীলার এক টুকরো চিত্র এই থিমের মাধ্যমে তুলে ধরেছেন উদ্যোক্তারা ৷ শুধু মাত্র থিমের যুদ্ধ নয়, 80 বছরের পুরনো এই পুজোর ঘিরে রয়েছে এক ইতিহাস ৷

উদ্যোক্তা সায়ন দেব চট্টোপাধ্যায়ের কথায়, এই পুজোর নাম ‘হাজরা পার্ক দুর্গোৎসব’ বলা হলেও এই পুজোর অর্গানাইজিং কমিটি কলকাতা পৌরকর্মচারী সর্বজনীন দুর্গোৎসব সমিতি ৷ এই পুজো পৌরসভার কর্মচারীদের পুজো ৷ 1942 সালে নেতাজী সুভাষ চন্দ্র বসু এই পুজোর প্রচলন করেন ৷ তারপর থেকেই সাড়ম্বরে হয়ে আসছে এই পুজো ৷

এবারের থিম 'তাণ্ডব'

আরও পড়ুন: কেমন হবে অষ্টমীর লুক ? রইল কিছু টিপস

এবারের থিম ‘তাণ্ডব‘-এর সৃষ্টি কর্তা শিল্পী কৃশানু পাল জানান, প্রতিনিয়ত সকলের মধ্যে কোনও না-কোনও তাণ্ডব চলে ৷ তাই তুলে ধরা হয়েছে মণ্ডপ সজ্জায় ৷ তাছাড়া সারা বছর মানুষ দুর্গাপুজোর জন্য অপেক্ষা করে থাকেন ৷ তাদের কথা ভেবেই এই প্রয়াস ৷

ABOUT THE AUTHOR

...view details