কলকাতা, 17 সেপ্টেম্বর: বিশ্বকর্মার আরাধোনার মধ্য দিয়ে বঙ্গে দেবীর আহ্বান ৷ কাশফুলে দোলা লাগা আর বাতাসে শিউলি ফুলের গন্ধ জানান দিচ্ছে ঢাকে কাঠি পড়ে গিয়েছে ৷ পুজো মানেই শহরে মণ্ডপ গুলির ‘থিম যুদ্ধ’ শুরু ৷ দর্শক টানাতে কোনও মণ্ডপ কতটা পারদর্শী তা জাহির করতে ব্যস্ত পুজোর উদ্য়োক্তারা ৷
উদ্যোক্তাদের কথায় করোনা এবং প্রাকৃতিক দুর্যোগ এক প্রকার তাণ্ডব চালিয়েছে মানবসভ্যতার উপর ৷ আর প্রকৃতির এই তাণ্ডবে সাধরণ মানুষের জীবনযাত্রা ক্ষতিগ্রস্ত হয়েছে ৷ প্রকৃতির সেই তাণ্ডব লীলার এক টুকরো চিত্র এই থিমের মাধ্যমে তুলে ধরেছেন উদ্যোক্তারা ৷ শুধু মাত্র থিমের যুদ্ধ নয়, 80 বছরের পুরনো এই পুজোর ঘিরে রয়েছে এক ইতিহাস ৷