কলকাতা, 8 জুন : কালীঘাট স্কাইওয়াকের (Kalighat Skywalk Project) কাজে ফের জটিলতা । কালীঘাট টেম্পল স্ট্রিটে থাকা হকারদের সঙ্গে পৌরনিগম, পুলিশের সাময়িক মতবিরোধের কারণে আজ প্রতিবাদ জানিয়ে সকলেই দোকান বন্ধ রাখেন (Hawker Problem in Kalighat Skywalk Project) । সকালের দিকে তাঁরা অল্পবিস্তর বিক্ষোভ দেখান । পরবর্তী সময় পুলিশের সঙ্গে আলোচনা করে ঠিক হয় স্কাইওয়াকের কাজ করার ক্ষেত্রে প্রতি 100 ফুট করে কাজ এগোবে । যেখানে কাজ হবে সেখানে দু’পাশে হকারদের পার্শ্ববর্তী এলাকায় অস্থায়ীভাবে স্থানান্তর করা হবে । আবার ওই অংশের কাজ শেষ হলে সেখানে ফিরিয়ে দেওয়া হবে । এই প্রস্তাবে প্রথমদিকে হকাররা রাজি না হলেও পরে পুলিশের আশ্বাসে তাঁরা মেনে নেন বিষয়টি ।
কালীঘাট স্কাইওয়াকের কাজ চলছে হকার আনন্দ বর্মা বলেন, ‘‘আমাদের এখান থেকে তুলে দেওয়া হবে বলে আশঙ্কা করছিলাম । তবে থানা থেকে বলা হয়েছে যতটুকু অংশ কাজ হবে, সেই অংশের হকারদের পাশেই সরিয়ে নিয়ে যাওয়া হবে অস্থায়ীভাবে । কাজ শেষ হলে আবার পুরনো জায়গায় ফিরিয়ে দেওয়া হবে । আমরা বলি সেটা লিখিত আকারে দিতে । থানার বড়বাবু বলেছেন, তা করে দেবেন ।’’
কালীঘাট স্কাইওয়াকের কাজ চলছে আরও এক হকার দীপঙ্কর বন্দ্যোপাধ্যায় বলেন, ‘‘70 থেকে 80 বছরের দোকান আমাদের । আচমকা অন্য জায়গায় সরিয়ে নিয়ে গেলে আমাদের ব্যবসায় ক্ষতি হবে । কত দিনে কাজ শেষ হবে তা নির্দিষ্ট করা কিছুই বলেনি । কবে আমরা আবার ফিরতে পারবো সেটাই আমাদের বড় সংশয় থেকে যাচ্ছে ।’’
কালীঘাট স্কাইওয়াকের কাজ চলছে স্থানীয় সূত্রে খবর, হকাররা চাইছেন কাজে চলুক আর তাঁরা সেখানেই ব্যবসা করুক । কারণ, তাঁরা আশঙ্কা করছেন উচ্ছেদ হওয়ার । কিন্তু প্রশাসনের ক্ষেত্রে তা অত্যন্ত ঝুঁকিপূর্ণ হয়ে উঠছে । পাইলিংয়ের কাজ চলছে, বিভিন্ন যন্ত্রপাতি দিয়ে কাজ চলছে সেখানে । যেকোনও সময় বিপদ হলে তার দায় এসে পড়বে নির্মাণ সংস্থা ও পুলিশ-প্রশাসনের ঘাড়ে । তাই তারা চাইছেন যতটা অংশে ধাপে ধাপে কাজ হবে, ঠিক সেই সময়টুকু হকারদের অন্যত্র সরিয়ে রাখা হবে । কাজ শেষে ফের পুরনো জায়গায় ফিরিয়ে দেওয়া হবে ।
কালীঘাট স্কাইওয়াকের কাজ চলছে কালীঘাট স্কাইওয়াকের কাজ চলছে কলকাতা পৌরনিগমের (Kolkata Municipal Corporation) 83 নম্বর ওয়ার্ডের কাউন্সিলর প্রবীর চক্রবর্তী জানান যে তিনি হকারদের সঙ্গে আলোচনা করেছেন । তাঁর কথায়, ‘‘মুখ্যমন্ত্রীর স্বপ্নের প্রকল্প এটা । সেটা যেমন বাস্তবায়ন করতে হবে আগামী বছরের মধ্যে, ঠিক তেমনই আমরা চাই না কোনও হকারের ব্যবসা বন্ধ হয়ে যাক । তাই একটা নির্দিষ্ট পরিকল্পনার উপর ভিত্তি করেই কাজটি হবে । কারও কোনও সমস্যা থাকলে, তা আবারও আলোচনার মধ্যেই সমাধান হবে । তবে অন্য কারও কথায় প্রভাবিত না হয়ে হকার ভাইয়েরা পুলিশ-প্রশাসনের সহায়তায় করবে বলে আশা করছি ।’’
হকার সমস্যায় বারবার বাধা পড়ছে কালীঘাট স্কাইওয়াকের কাজে আরও পড়ুন :Kalighat Skywalk Project : বউবাজার থেকে শিক্ষা নিয়ে কালীঘাট স্কাইওয়াক নির্মাণে বাড়তি সতর্ক কলকাতা পৌরনিগম