কলকাতা, 22 সেপ্টেম্বর : বিজেপিকে দেশ থেকে উৎখাতের ডাক তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়ের ৷ ভবানীপুর উপনির্বাচনের প্রচারে আজ প্রথম জনসভা থেকে এমনই বললেন মমতা ৷ খিদিরপুরের এই জনসভায় মমতার বার্তা, বিজেপিকে দেশ থেকে তাড়াতে তৃণমূল সারা ভারতে লড়াই করবে ৷ আর সেই সূত্রেই, ত্রিপুরায় তৃণমূলের উপরে হামলার প্রসঙ্গ তুলে বিজেপিকে আক্রমণ করলেন মমতা ৷ সেই সঙ্গে তাঁর বার্তা, বিজেপিকে দেশে বিভাজনের রাজনীতি করতে দেবেন না তিনি ৷ সরাসরি অভিযোগ করলেন, বিজেপি ভারতে তালিবানি-রাজ স্থাপন করতে চায় ৷ কিন্তু, তিনি তা প্রতিহত করবেন ৷
ভবানীপুর বিধানসভা কেন্দ্রের উপনির্বাচনের আগে আজ প্রথম জনসভা করলেন মমতা বন্দ্যোপাধ্যায় ৷ যেখানে শুরু থেকে শেষ পর্যন্ত তাঁর নিশানায় ছিল বিজেপি ৷ তবে, রাজ্য বিজেপি নয় ৷ কেন্দ্রীয় নেতৃত্বকেই তিনি বেশি করে আক্রমণ করলেন ৷ যেখানে মোদি-শাহ জুটিকে একহাত নিলেন তিনি ৷ আর শুরুটা করলেন, তৃণমূলের পরবর্তী লক্ষ্য ত্রিপুরা প্রসঙ্গে ৷ যেখানে তৃণমূলর সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়কে মিছিল করা অনুমতি না দেওয়া নিয়ে বিজেপিকে খোঁচা দিলেন তিনি ৷ অভিযোগ করলেন, তৃণমূলকে আটকাতেই 144 ধারা জারি করেছে ত্রিপুরা বিজেপি ৷ তবে, এভাবে তাঁকে বিজেপি রুখতে পারবে না বলে হুঁশিয়ারি দিয়েছেন তৃণমূল সুপ্রিমো ৷
আরও পড়ুন : Mamata Banerjee : ভবানীপুরে রেকর্ড ভোটে জিতবেন মমতা, দাবি কর্নাটকের প্রাক্তন মুখ্যমন্ত্রীর