পশ্চিমবঙ্গ

west bengal

Haridevpur murder Case: হরিদেবপুর খুনের ঘটনায় বিহার থেকে গ্রেফতার 2

By

Published : Mar 10, 2022, 9:55 PM IST

হরিদেবপুর খুনের ঘটনায় গ্রেফতার 2 অভিযুক্ত । জানা গিয়েছে আজ বিকেলে বিহার থেকে তাদের গ্রেফতার করেছে কলকাতা পুলিশের গোয়েন্দা বিভাগ । অভিযোগ টাকা পয়সা নিয়ে অশান্তির কারণেই বাপ্পা ভট্টাচার্য খুন হন (Police Arrests 2 Accused) ।

Haridevpur murder Case
হরিদেবপুর খুন কাণ্ডে বিহার থেকে গ্রেফতার 2

হরিদেবপুর, 10 মার্চ: হরিদেবপুর খুনের ঘটনায় গ্রেফতার 2 অভিযুক্ত । তবে তাদের নাম জানা যায়নি ৷ বৃহস্পতিবার বিকেলে বিহার থেকে তাদের গ্রেফতার করেছে কলকাতা পুলিশের গোয়েন্দা বিভাগ । অভিযোগ টাকা পয়সা নিয়ে অশান্তির কারণেই বাপ্পা ভট্টাচার্য খুন করা হয়েছে বলে মনে করছে পুলিশ (Haridevpur Murder Case) ।

আরও পড়ুন:কুলতলিতে পণের দাবিতে মহিলাকে খুনের অভিযোগ, স্বামী পলাতক

মঙ্গলবার রাতে বাপ্পা ভট্টাচার্য নামে এক ব্যক্তির দেহ উদ্ধার হয় বাড়ির দোতলার বাথরুম থেকে। ওই বাড়িতে একাই থাকতেন তিনি । চায়ের কোম্পানিতে কাজ করতেন বাপ্পা । গত তিনদিন থেকে তাঁর সঙ্গে কোন যোগাযোগ করতে পারছিল না তাঁর মেয়ে। গত মঙ্গলবার রাতে প্রতিবেশীর থেকে খবর পেয়ে বাড়িতে এসে তাঁর মেয়ে দেখতে পান বাবা মৃত অবস্থায় পড়ে রয়েছেন। দোতলার ঘরে ঢুকে দেখেন বিছানাপত্র থেকে শুরু করে ঘরের আসবাবপত্র, সব লন্ডভন্ড অবস্থায় রয়েছে । এরপরেই হরিদেবপুর থানায় অভিযোগ দায়ের করেন মৃতার মেয়ে (Police Arrests 2 Accused)।

অভিযোগের ভিত্তিতেই ঘটনাস্থলে যায় পুলিশ বাহিনী । ঘরের মেঝেতে রক্তের দাগ পাওয়া গিয়েছে । ওই ঘরের বাথরুমের ভেতরে পড়ে থাকতে দেখা যায় বাপ্পা ভট্টাচার্যের রক্তাক্ত দেহ। দেহের মাথায় আঘাতের চিহ্ন পাওয়া যায় । মৃতদেহ উদ্ধার করে ময়না তদন্তের জন্য এসএসকেএম হাসপাতালে পাঠানো হয় । ঘটনার কিনারা করতে স্থানীয় থানার পাশাপাশি তদন্তে নামে লালবাজারের হোমিসাইড বিভাগ । এরপরেই এদিন বিকালে বিহার থেকে দু'জনকে গ্রেফতার করল কলকাতা পুলিশের গোয়েন্দা বিভাগ । তাদের ট্রাঞ্জিট রিমান্ডে কলকাতায় আনা হবে ।

ABOUT THE AUTHOR

...view details