কলকাতা, 6 জুন : হাঁসখালি গণধর্ষণের ঘটনায় কলকাতা হাইকোর্টে নির্যাতিতার বাবা -মা । হাঁসখালি থানার আইসি ও সেকেন্ড অফিসারের বিরুদ্ধে বিভাগীয় তদন্তের দাবি জানিয়ে আর্জি জানিয়েছেন তাঁরা । অভিযোগ, ঘটনার পর অভিযোগ না নিয়ে নির্যাতিতার পরিবারকে ফিরিয়ে দিয়েছিলেন ওসি এবং সেকেন্ড অফিসার ৷ যদিও লিখিতভাবে বক্তব্য জানানোর নির্দেশ দিয়েছেন প্রধান বিচারপতির ডিভিশন বেঞ্চ ।
অন্যদিকে বিজেপির ফ্যাক্ট ফাইন্ডিং কমিটির সদস্যরা কেন ঘটনাস্থলে গিয়ে হাঁসখালির নির্যাতিতার নাম প্রকাশ্যে আনেন সেই প্রশ্ন ও উঠল আদালতে । কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা তদন্ত করছে এই গণধর্ষণের । কেন্দ্রীয় সরকারের বিভিন্ন পদে থাকা নেতানেত্রীরা আলাদা করে ফ্যাক্ট ফাইন্ডিংয়ে যাচ্ছেন ঘটনাস্থানে ফলে তদন্ত প্রক্রিয়া প্রভাবিত হয়েছে । এই অভিযোগে প্রধান বিচারপতির কাছে আবেদন করলেন, বিশ্বজিৎ মণ্ডল নামে এক ব্যক্তি ।
যদিও সিবিআইয়ের তরফে আইনজীবী বিল্বদল ভট্টাচার্য জানান, এই অভিযোগের কপি এখনও পাননি । পাশাপাশি নির্যাতিতার পরিবারের ক্ষতিপূরণ সংক্রান্ত ব্যাপারে আইনজীবী ফিরোজ এডুলজীর বক্তব্য, 1 কোটি টাকার ক্ষতিপূরণ চাওয়া হলেও রাজ্য 5 লক্ষ টাকা দিয়েছে । এর পরিমাণ বাড়ানো হোক । প্রধান বিচারপতির নির্দেশ, হলফনামা আকারে নিজের বক্তব্য জানাতে হবে মামলাকারীদেরকে । ফের সোমবার মামলাটি কোর্টে তোলা হবে ।
হাঁসখালি থানার আইসি ও অফিসারের বিরুদ্ধে তদন্তের আর্জি আরও পড়ুন : Hanskhali Rape Case: হাঁসখালির নির্যাতিতার পরিবারকে 1 কোটি ক্ষতিপূরণের দাবিতে জনস্বার্থ মামলা
উল্লেখ্য, নদিয়ার হাঁসখালিতে নাবালিকার ধর্ষণ এবং মৃত্যুর ঘটনায় 12 এপ্রিল কলকাতা হাইকোর্ট সিবিআই তদন্তের নির্দেশ দিয়েছিল । প্রভাবশালী যোগ থেকে শুরু করে রাজ্যের তদন্তে একাধিক গাফিলতির কারণে সিবিআইকে তদন্ত হস্তান্তর করেছিল হাইকোর্ট । পাশাপাশি সুপ্রিমকোর্টের নির্দেশ মতো নির্যাতিতার পরিবারকে ক্ষতিপূরণের আদেশও দিয়েছিল ।