কলকাতা, 2 জুলাই: রাজাবাজার ট্রামকর্মীদের আবাসন থেকে উদ্ধার যুবকের ঝুলন্ত দেহ (Hanging Body Recover)। মৃতের নাম সমীর আলী খান(24)। দেহে আঘাতের কোনও চিহ্ন মেলেনি । গলায় কালশিটে দাগ আছে ।
শনিবার ঘটনাটি ঘটেছে নারকেলডাঙ্গা থানা এলাকার রাজাবাজার ট্রামকর্মীদের আবাসনে। আবাসনের বাসিন্দারা ঝুলন্ত অবস্থায় দেহটি দেখতে পান ৷ তাঁরাই খবর দেন পুলিশে ৷ পুলিশ এসে দেহটি উদ্ধার করে এনআরএস হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসকরা মৃত বলে ঘোষণা করেন । মৃতের দেহে আঘাতের চিহ্ন না-মিললেও গলায় কালসিটে দাগ দেখতে পাওয়া গিয়েছে ৷