পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / city

Behala Suicide: মায়ের সঙ্গে মনোমালিন্য, বেহালায় বন্ধ ঘরে উদ্ধার যুবতীর ঝুলন্ত দেহ - যুবতীর ঝুলন্ত দেহ

বেহালার পর্ণশ্রী থানা এলাকায় নিজের বাড়ির বন্ধ ঘর থেকে উদ্ধার হল যুবতীর ঝুলন্ত দেহ (Behala Suicide)৷ মায়ের সঙ্গে মনোমালিন্যের কারণে তিনি আত্মহত্যা করেছেন বলে অনুমান করা হচ্ছে (Hanging body of college student recovered)৷

hanging body of college student recovered from Behala
মায়ের সঙ্গে মনোমালিন্য, বেহালায় বন্ধ ঘরে উদ্ধার যুবতীর ঝুলন্ত দেহ

By

Published : Jul 1, 2022, 5:15 PM IST

কলকাতা, 1 জুলাই: বন্ধ ঘর থেকে উদ্ধার হল যুবতীর ঝুলন্ত দেহ (Behala Suicide)। অনুমান, মায়ের সঙ্গে মনোমালিন্যের পরেই এই চরম সিদ্ধান্ত নেয় কলেজের তৃতীয় শ্রেণির ছাত্রী । তবে ঘটনাস্থল থেকে কোনও সুইসাইড নোট উদ্ধার হয়নি । এ দিন ঘটনাটি ঘটেছে বেহালার পর্ণশ্রী থানা এলাকার মায়া দাসী রোডে ।

মৃতার নাম সুদেষ্ণা ভৌমিক । ইতিমধ্যেই দেহটি ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে । ময়নাতদন্তের প্রাথমিক রিপোর্ট আসার পরেই মৃত্যুর সঠিক কারণ সম্পর্কে জানা যাবে বলে জানিয়েছেন তদন্তকারীরা (Hanging body of college student recovered)।

এ দিন সকালে দীর্ঘক্ষণ সুদেষ্ণার ঘরে ডাকাডাকি করলেও তার সাড়া মেলেনি বলে পুলিশকে জানিয়েছেন তাঁর পরিবারের সদস্যরা । এরপরেই তাঁদের সন্দেহ হওয়াতে দরজা ভাঙা হয় । দেখা যায়, ঝুলন্ত অবস্থায় রয়েছে সুদেষ্ণা । সঙ্গে সঙ্গে খবর দেওয়া হয় স্থানীয় পর্ণশ্রী থানায় । পুলিশ এসে দেহটি উদ্ধার করে বিদ্যাসাগর স্টেট জেনারেল হাসপাতালে নিয়ে যায় । সেখানে তাকে মৃত বলে ঘোষণা করেন চিকিৎসকরা (Girl died by suicide)।

আরও পড়ুন:বিয়ে হয়েছে সবে দু'মাস, ট্রেন থেকে ঝাঁপ দিয়ে আত্মহত্যা যুবতীর

তদন্তে নেমে পুলিশ প্রাথমিক ভাবে জানতে পেরেছে, পরিবারের সঙ্গে দীর্ঘদিন ধরে মনোমালিন্য চলছিল সুদেষ্ণার । তবে সঠিক কী কারণে মনোমালিন্য সে বিষয়ে এলাকার বাসিন্দারা সে ভাবে কিছু বলতে পারেননি । সুদেষ্ণার মায়ের সঙ্গে কথা বলছেন তদন্তকারী আধিকারিকরা ।

ABOUT THE AUTHOR

...view details