কলকাতা, 20 জুন: ঘর থেকে উদ্ধার হল গৃহবধূর ঝুলন্ত দেহ (Hanging body of a housewife recovered in Tangra)। ঘটনাটি ঘটেছে ট্যাংরা থানা এলাকায় । ওই গৃহবধূকে ঘটনাস্থল থেকে উদ্ধার করে স্থানীয় হাসপাতালে নিয়ে যাওয়া হলে তাঁকে মৃত ঘোষণা করা হয় । ইতিমধ্যেই ট্যাংরা থানায় একটি অস্বাভাবিক মৃত্যুর মামলা রুজু করেছে পুলিশ । মৃতের নাম পূজা রাম(30)।
সোমবার সকাল সাড়ে এগারোটা নাগাদ গৃহবধূর দেহ উদ্ধার ঘিরে চাঞ্চল্য ছড়ায় এলাকায়। জানা গিয়েছে, ঘটনার সময় বাড়িতে কেউ ছিল না । শ্বশুরবাড়ির লোকজন বাইরে থেকে ফিরে দেখেন ঘরের দরজা ভেতর থেকে বন্ধ । একাধিকবার ডাকাডাকি করলেও কোনও সাড়া মেলেনি । এরপর ধাক্কা দিয়ে দরজা ভাঙতেই ঝুলন্ত অবস্থায় গৃহবধূর দেহ উদ্ধার হয় । এরপর খবর দেওয়া হয় স্থানীয় ট্যাংরা থানায় ।