কলকাতা, 14 সেপ্টেম্বর: কাল পুলিশ অত্যন্ত ধৈর্যের কাজ করেছে (Abhishek Talks Tough)৷ আমি যদি পুলিশের জায়গায় থাকতাম, তাহলে আমি এখানে (কপালে) শ্যুট করতাম ৷ বিজেপির নবান্ন অভিযানে বিক্ষোভকারীদের হামলায় জখম পুলিশ আধিকারিক দেবজিৎ চট্টোপাধ্যায়কে এসএসকেএম হাসপাতালে দেখতে গিয়ে এ কথা বললেন অভিষেক বন্দ্যোপাধ্যায় (Abhishek Banerjee)৷
মঙ্গলবার বিজেপির নবান্ন অভিযানে কলকাতা পুলিশের এসিপি দেবজিৎ চট্টোপাধ্যায় বিজেপি কর্মী-সমর্থকদের হাতে বেধড়ক মার খান । তাঁকে রাস্তায় ফেলে নির্মমভাবে পেটানো হয় । তাঁর বাঁ হাতে গুরুতর আঘাত লেগেছে । হাত ভেঙে গিয়েছে বলে হাসপাতাল সূত্রে খবর । বুধবার বিকেলে সেই পুলিশ আধিকারিককে এসএসকেএম হাসপাতালে দেখতে যান তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় ।
হাসপাতাল থেকে বেরিয়ে সাংবাদিকদের মুখোমুখি হয়ে বিজেপিকে কড়া ভাষায় আক্রমণ করেছেন ডায়মন্ড হারবারের সাংসদ ৷ পাশাপাশি গোটা পরিস্থিতি শক্ত হাতে, সংযম দেখিয়ে সামাল দেওয়ার জন্য কলকাতা পুলিশ ও রাজ্য পুলিশকে ধন্যবাদ জানান তিনি । বলেন, "কাল যেভাবে বিজেপি তাণ্ডব চালিয়েছে এবং পুলিশ শান্তভাবে সমস্ত কিছু নিয়ন্ত্রণ করার চেষ্টা করেছে, তাতে পুলিশকে কুর্নিশ জানাই । একজন নিরস্ত্র পুলিশ অফিসারকে কীভাবে রাস্তায় ফেলে পেটানো হয়েছে, তা গোটা দেশের মানুষ দেখেছে ।" এরপরই অভিষেকের বিস্ফোরক মন্তব্য, "আমি দেবজিৎবাবুকে বলেছি, আমি গতকাল আপনার জায়গায় থাকলে সোজা কপালে শ্যুট করে দিতাম । কিন্তু আপনাদের মতো পুলিশ অফিসার এখনও আছে বলে রাজ্যের আইন-শৃঙ্খলা আগের তুলনায় অনেক ভালো হয়েছে ।"
এ প্রসঙ্গে বাম আমলের কথা টেনে আনেন অভিষেক ৷ তিনি বলেন, "যাঁরা বড় বড় মুখ করে বলেন রাজ্যে কী পরিবর্তন হয়েছে, তাঁদের বলি, গতকালের ঘটনায় সেটাই স্পষ্ট প্রমাণ মিলেছে । এটাই বাংলার পরিবর্তন । গত 34 বছরে সিপিএমের হার্মাদ বাহিনী যেভাবে তাণ্ডব করেছিল, তারাই আজ বিজেপিতে গিয়ে শামিল হয়েছে । পুলিশকে দিয়ে কীভাবে অন্যায়, অত্যাচার, গুন্ডামি চালানো হত...একুশে জুলাই, নন্দীগ্রাম, সিঙ্গুর, নিতাই, মরিচঝাঁপির মতো ঘটনা আছে । কিন্তু কাল যেভাবে পুলিশের উপর নির্মমভাবে অত্যাচার হয়েছে, তাতে পুলিশ যথেষ্ট ধৈর্য দেখিয়েছে । পুলিশকে আমি কুর্নিশ জানাই । ধন্যবাদ জানাই ।"