পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / city

দ্বিতীয়বার নির্বাচন কমিশনের সঙ্গে সাক্ষাৎ এডিজি আইনশৃঙ্খলার - জাতীয় নির্বাচন কমিশন

জাতীয় নির্বাচন কমিশনের সদস্য়দের সঙ্গে দ্বিতীয়বার দেখা করতে গেলেন রাজ্য়ের এডিজি আইনশৃঙ্খলা জ্ঞানবন্ত সিং ৷ রাজ্য়ের আইনশৃঙ্খলা নিয়ে রিপোর্ট দিতেই আবার মুখ্য় নির্বাচন কমিশনারের সঙ্গে দেখা করলেন তিনি ৷

gyanbant-singh-summoned-for-2nd-time
দ্বিতীয়বার নির্বাচন কমিশনের সঙ্গে সাক্ষাৎ এডিজি আইনশৃঙ্খলার

By

Published : Jan 21, 2021, 9:25 PM IST

কলকাতা, 21 জানুয়ারি : জাতীয় নির্বাচন কমিশনের সদস্য়দের সঙ্গে দ্বিতীয়বার দেখা করতে গেলেন রাজ্য়ের এডিজি আইনশৃঙ্খলা জ্ঞানবন্ত সিং ৷ রাজ্য়ের আইনশৃঙ্খলা নিয়ে রিপোর্ট দিতেই আবার মুখ্য় নির্বাচন কমিশনারের সঙ্গে দেখা করলেন তিনি ৷ প্রসঙ্গত, পশ্চিমবঙ্গে বিভিন্ন জায়গায় রাজনৈতিক অশান্তি কেন হচ্ছে ? তা নিয়ে জানতে আজ বিকেলের মধ্য়েই রিপোর্ট তলব করেছিল কমিশন ৷ সেই মত জ্ঞানবন্ত সিং ফের বিকেলে কমিশনের সঙ্গে দেখা করতে গেছেন বলে জানা গিয়েছে ৷

সূত্রের খবর, কেন কলকাতা পুলিশের এলাকায় ভোটের সময় ও স্বাভাবিক সময় রাজনৈতিক অশান্তির সৃষ্টি হচ্ছে ? সেই বিষয়ে কড়া ভাষায় সমালোচনা করা হয় জ্ঞানবন্ত সিংকে। পাশাপাশি 50 হাজারের কাছাকাছি জামিন অযোগ্য ধারায় গ্রেপ্তারির নির্দেশ থাকা সত্ত্বেও, মাত্র 8 থেকে 10 হাজার অপরাধীকে গ্রেপ্তার করা কাজ এগিয়েছে ৷ সে বিষয় নিয়েও রিপোর্ট তলব করা হয়েছিল জাতীয় নির্বাচন কমিশনের তরফে।

আরও পড়ুন : আইনশৃঙ্খলার প্রশ্নে এডিজি-কে কড়া বার্তা কমিশনের, শান্তিপূর্ণ ভোটের আর্জি বিরোধীদের


অন্যদিকে, জানা যাচ্ছে যে পছন্দের জায়গায় পুলিশ আধিকারিকদের পোস্টিং দেওয়া নিয়ে ক্ষোভ প্রকাশ করেছিল মুখ্য় নির্বাচন কমিশনার । সূত্রের খবর, কমিশন এদিন জ্ঞানবন্ত সিংকে জানায়, একাধিক আধিকারিকের তিন বছরের মেয়াদ শেষে সম্প্রতি বদলি করা হয়েছে এবং তাঁদের জায়গায় বহু ক্ষেত্রে পছন্দের আধিকারিকদের পোস্টিং দেওয়া হয়েছে। সেই বিষয়টি নির্বাচন কমিশনের নজরে এসেছে ৷ এ নিয়ে প্রয়োজনে কড়া পদক্ষেপ করাও হতে পারে বলে জানানো হয়েছে নির্বাচন কমিশনের তরফে। প্রসঙ্গত, আগামীকাল রাজ্য়ের মুখ্য় সচিব, স্বরাষ্ট্র সচিব, ডিজি, এডিজি, স্বাস্থ্য় সচিব, শিক্ষা সচিব, নারী ও শিশু কল্য়াণ সচিব এবং পরিবহণ সচিবের সঙ্গে বৈঠক করবে জাতীয় নির্বাচন কমিশনের ফুল বেঞ্চ ৷

ABOUT THE AUTHOR

...view details