কলকাতা, 1 জুন :চিরবিদায় ! চোখের জলে কলকাতায় শেষ বিদায় প্রিয় কে কে-র ৷ রবীন্দ্রসদনে রাজ্য সরকারের তরফে গান স্যালুটে শেষ শ্রদ্ধা প্রয়াত সঙ্গীত শিল্পী কে কে-র (Gun Salute to KK from Bengal Govt in Rabindra Sadan) ৷ সকালেই কলকাতায় আসেন শিল্পীর স্ত্রী এবং মেয়ে ৷ রবীন্দ্রসদনে উপস্থিত ছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, মেয়র ফিরহাদ হাকিম, বিধায়ক বাবুল সুপ্রিয়, মন্ত্রী অরূপ বিশ্বাস, বিধায়ক মদন মিত্র এবং কলকাতা ও রাজ্য পুলিশের উচ্চপদস্থ আধিকারিকরা ৷
কে কে ওরফে কৃষ্ণকুমার কুন্নাথের দেহ নিয়ে আজই তাঁর পরিবার মুম্বই ফিরছেন (KK Demise) ৷ গান স্যালুটের পর রবীন্দ্রসদন থেকে গ্রিন করিডর করে কে কে-র দেহ নিয়ে যাওয়া হয় কলকাতা বিমানবন্দরে ৷ আজ কলকাতা বিমানবন্দরে তাঁকে গান স্যালুট দেওয়ার কথা ঘোষণা করেছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (CM Mamata Banerjee) ৷ পরে কলকাতায় ফিরে মুখ্যমন্ত্রী জানান, ময়নাতদন্তে অনেকটা সময় লেগে যাবে ৷ সেই কারণে বিমানবন্দরের বদলে রবীন্দ্রসদনে গান স্যালুট দেওয়া হবে প্রয়াত এই শিল্পীকে ৷