কলকাতা, 22 অগস্ট: বিক্ষোভরত চাকরিপ্রার্থীদের মনোবল বাড়াতে এবার তাঁদের অভিভাবকরাই ধরনা মঞ্চে এসে যোগ দিচ্ছেন (Guardians of Job Seekers in Agitation) । কেউ মালদা থেকে এসেছেন, কেউ বা মুর্শিদাবাদ থেকে । কেউ কলকাতার বালিগঞ্জের ঘর ছেড়ে মাতঙ্গিনী হাজরার মূর্তির পাদদেশে অবস্থানরত চাকরিপ্রার্থীদের পাশে দাঁড়ালেন । চাকরিপ্রার্থীদের অভিভাবকদের বক্তব্য, অনেক আসা ও স্বপ্ন নিয়ে বহু কষ্ট ছেলে মেয়েদের পড়াশোনা শিখিয়েছেন । যোগ্য করে তুলেছেন । লিখিত পরীক্ষায় পাশের পর ইন্টারভিউয়ের পরেও চাকরিতে নিয়োগ করা হচ্ছে না তাঁদের বহু বছর ধরে । তাই মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের (CM Mamata Banerjee) কাছে তাঁদের অনুরোধ চাকরির ব্যবস্থা করার ৷
আরও পড়ুন: পিছিয়ে গেল কর্মসূচি, 7 এর বদলে 13 সেপ্টেম্বর বিজেপির নবান্ন অভিযান
ধর্মলতার গান্ধি মূর্তির পাদদেশ-সহ গত এক সপ্তাহ ধরে শহিদ মিনারের কাছে মাতঙ্গিনী হাজরা মূর্তির পাদদেশে চারটি ধরনা মঞ্চ মিলিয়ে দেড় থেকে দু'শো চাকরিপ্রার্থী অবস্থান বিক্ষোভ শুরু করেছেন । উচ্চ প্রাথমিক, গ্রুপ ডি, গ্রুপ সি মিলিয়ে মোট চারটি বিভাগের চাকরি প্রার্থীরা অবস্থান বিক্ষোভে বসেছেন এখানে (SSC Recruitment Scam) । এদের মধ্যে কারও কারও লিখিত পরীক্ষা হয়ে গিছে সাত বছর আগে, কারও আবার চার বছর আগে । অনেকের আবার দু'বার ইন্টারভিউয়ের পরেও নিয়োগ হয়নি । অথচ ঘুর পথে অন্য অনেকে চাকরি করছেন বলে তাঁদের অভিযোগ । এই সার্বিক পরিস্থিতির কারণে সংসার চালাতে কেউ কেউ ভিন রাজ্যে পাড়ি দিয়েছেন ৷ কেউ বা এলাকায় অন্য কোনও কাজে শুরু করেছেন ।
চাকরী প্রার্থীদের ধরনা মঞ্চে অভিভাবকরা, আন্দোলনের ঝাঁঝ বাড়িয়ে হক আদায়ের অঙ্গীকার আরও পড়ুন: মানুষের পাশে থাকলে তবেই মিলবে পঞ্চায়েতের টিকিট, বার্তা অভিষেকের
কিন্তু যোগ্যতা থাকা সত্ত্বেও পরীক্ষায় পাশ করার পরও কেন নিয়োগ হচ্ছে না এই হতাশায় অনেকেই মানসিকভাবে ভেঙে পড়েছেন । এরকম পরিস্থিতিতে আন্দোলনরত চাকরিপ্রার্থীদের মনোবল বাড়াতে ও হক আদায়ে অঙ্গীকারবদ্ধ থাকতেই পরিবারের লোকজনও এবার তাঁদের সঙ্গে অবস্থান বিক্ষোভ শুরু করেছেন ।