পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / city

ফি মকুবের দাবিতে পথ অবরোধ বাঁশদ্রোণীর বেসরকারি স্কুলের অভিভাবকদের - ফি মকুব

টিউশন ফি ছাড়া অন্যান্য ফি মিলিয়ে 50 থেকে 60 শতাংশ মকুব করতে হবে । কর্তৃপক্ষ তাঁদের দাবি না মানায় বিক্ষোভ দেখান বাঁশদ্রোণীর এক বেসরকারি স্কুলের অভিভাবকরা ।

বাঁশদ্রোণীতে অভিভাবকদের পথ অবরোধ

By

Published : Jun 15, 2020, 10:16 PM IST

কলকাতা, 15 জুন : সপ্তাহের শুরুতে ফি মকুবের দাবিতে সরব হলেন বেসরকারি স্কুলের অভিভাবকরা । আজ সকালে বাঁশদ্রোণীর এক বেসরকারি স্কুলের প্রায় 200 জন অভিভাবক ফি মকুবের দাবিতে স্কুলের সামনে জমায়েত করেন । স্কুল কর্তৃপক্ষের সঙ্গে আলোচনার পর তাঁরা জানান, কিছুটা ফি মকুব করা হবে । কিন্তু, যে পরিমাণ ফি ছাড় দেওয়া হচ্ছিল তাতে সন্তুষ্ট হননি অভিভাবকরা ।

অভিবাবকদের দাবি, 50 শতাংশ টিউশন ফি ও 60 শতাংশ বার্ষিক ফি মকুব করতে হবে । সেই দাবিতে আজ প্রায় দেড় ঘণ্টা বাঁশদ্রোণীতে NSC বোস রোড অবরোধ করেন তাঁরা ।অংশুমান রায় নামে এক অভিভাবক বলেন, "এবছর স্কুল বিভিন্ন শ্রেণিতে 50-60 শতাংশ ফি বৃদ্ধি করেছিল । আমরা বলেছিলাম, কোরোনা পরিস্থিতিতে ফি বৃদ্ধি করা যাবে না । আমাদের চাপে স্কুল গত বছরের ফি কাঠামোয় ফিরে যায় । কিন্তু, দীর্ঘদিন ধরে চলা লকডাউনে আমাদের অভিভাবকদের আর্থিক অবস্থা খুব খারাপ । ফলে অধিকাংশ অভিভাবক ফি দিতে পারবেন না । এখন টিউশন ফি-র মধ্যে যুক্ত অনেককিছু লাগছে না । যেমন, ল্যাবরেটরি ফি, লাইব্রেরি ফির মতো প্রায় 50 শতাংশ টিউশন ফির পরিষেবা এখন স্কুল দিচ্ছে না । তাহলে আমরা কেন সেই ফি দেব ? আমাদের দাবি, টিউশন ফি 50 শতাংশ ও বার্ষিক ফি 60 শতাংশ কমাতে হবে ।"

অভিভাবকদের তরফে এই দাবি জানানোর পর আজ বাঁশদ্রোণীর ওই বেসরকারি স্কুল কর্তৃপক্ষ তাঁদের দেখা করতে বলেছিলেন । সেই অনুযায়ী আজ সকালে স্কুলে পৌঁছে যান 200-র বেশি অভিভাবক । তাঁদের সঙ্গে আলোচনায় বসে কর্তৃপক্ষ । জানায়, 10 থেকে 15 শতাংশ ছাড় দিতে তাঁরা রাজি । কিন্তু, অভিভাবকরা তা মানতে রাজি হননি । এরপর রাস্তা অবরোধ করে বিক্ষোভ দেখাতে শুরু করেন তাঁরা । অংশুমান রায় বলেন, “কর্তৃপক্ষের প্রস্তাবে আমরা রাজি নই ।”

প্রায় দেড় ঘণ্টা ধরে তাঁরা পথ অবরোধ করে বিক্ষোভ দেখান । ঘটনাস্থানে পুলিশের পদস্থ আধিকারিকরা আসেন । তাঁদের সঙ্গে প্রিন্সিপালের কথা হয় । প্রিন্সিপাল জানিয়েছেন, গভর্নিং বডির সঙ্গে কথা বলে এবিষয়ে 29 জুন সিদ্ধান্ত হবে । সেইমতো অভিভাবকদের জানানো হবে । প্রশাসন ও কর্তৃপক্ষের আশ্বাসে শেষপর্যন্ত অভিভাবকরা কর্মসূচি প্রত্যাহার করে নেন । কিন্তু 29 জুন দাবি মানা না হলে বৃহত্তর আন্দোলনের পথে যাওয়ার হুমকি দিয়েছেন অভিভাবকরা ।

ABOUT THE AUTHOR

...view details