পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / city

"নো স্কুল নো ফি", কলকাতায় বিক্ষোভ অভিভাবকদের - no school so fees

লকডাউনে বন্ধ স্কুল । তাই ফি দেওয়াটা অযৌক্তিক বলে মনে করছেন অভিভাবকরা । ফি মকুবের দাবিতে ফের বিক্ষোভ কলকাতার একাধিক বেসরকারি স্কুলে ।

no school so fees
ফি মকুবের দাবিতে বিক্ষোভ অভিভাবকদের

By

Published : Jun 26, 2020, 8:52 AM IST

কলকাতা, 26 জুন : "নো স্কুল নো ফি", এই দাবিতে কলকাতার একাধিক বেসরকারি স্কুলের সামনে বিক্ষোভ দেখালেন অভিভাবকরা । বুধবার কলকাতার বিভিন্ন বেসরকারি স্কুলের সামনে অভিভাবকদের একাংশ বিক্ষোভ দেখায় । তাদের দাবি, কোরোনা সংক্রমণের সময় প্রথম ত্রৈমাসিক টিউশন ফি, ট্রান্সপোর্ট ফি এবং অন্যান্য ফি মকুব করা হোক । কারণ এই বছর কোরোনা পরিস্থিতি মোকাবিলার জন্য বিভিন্ন দফায় লকডাউন চলেছে । চার মাস স্কুল বন্ধ আছে । আরও কত দিন স্কুল বন্ধ থাকবে তা কেউ জানে না । সব মিলিয়ে এক অস্থির পরিস্থিতির সৃষ্টি হয়েছে ।

বরুণ বিশ্বাস নামে এক অভিভাবক বলেন, "প্রথম ত্রৈমাসিক টিউশন ফি মকুব করা হোক। বার্ষিক মিসলেনিয়াস চার্জ নেওয়া বন্ধ হোক । সঙ্গে লকডাউনে ট্রান্সপোর্ট পরিষেবা ছিল না । সেই ফি নেওয়াও বন্ধ করা হোক । অন্তত অভিভাবকদের স্বার্থে মানবিকতার সাথে পুরো বিষয়টি বিবেচনা করা উচিত । প্রতিদিন শিশুদের শিক্ষাখাতের জন্য প্রচুর টাকা দিতে হচ্ছে তার পরও স্কুল কর্তৃপক্ষ অভিভাবকদের সামর্থ্যের দিকে তাকাচ্ছে না । রাজ্যের মুখ্যমন্ত্রী ও শিক্ষামন্ত্রী প্রশাসন ও স্কুল কর্তৃপক্ষের কাছে আবেদন জানাচ্ছি বিষয়টিতে নজর দেওয়ার ।"

ফি মকুবের দাবিতে বেসরকারি স্কুলে অভিভাবকদের বিক্ষোভ

অভিভাবকদের বক্তব্য, অনলাইন ক্লাস শুরু হয়েছে । অতিরিক্ত নেট খরচ হচ্ছে । কিন্তু যেসব অতিরিক্ত খাতে ফিজ় চাওয়া হচ্ছে তা না নিলে ভালো হয় । বলেন, দাবি মানা না হলে মুখ্যমন্ত্রী ও শিক্ষামন্ত্রীর দৃষ্টি আকর্ষণ করব । যদিও এখনও পর্যন্ত স্কুল কর্তৃপক্ষ অভিভাবকদের সঙ্গে আলোচনায় বসেনি ।

For All Latest Updates

ABOUT THE AUTHOR

...view details