পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / city

Anit Thapa: 21 জুলাই তৃণমূলের মঞ্চে থাকবেন জিটিএ-র সিইও অনিত থাপা - কলকাতার মেয়র ফিরহাদ হাকিম

21 জুলাই তৃণমূল কংগ্রেসের শহিদ দিবস (TMC 21 July Rally) ৷ কলকাতার ভিক্টোরিয়া হাউজের সামনে ওই সভা হবে ৷ সেখানে উপস্থিত থাকবেন ভারতীয় গোর্খা প্রজাতান্ত্রিক মোর্চার নেতা (BGPM) তথা জিটিএ-র মুখ্য কার্যনির্বাহী আধিকারিক অনিত থাপা (GTA CEO Anit Thapa) ৷

gta-ceo-anit-thapa-will-attend-tmc-21-july-rally-in-kolkata
Anit Thapa: 21 জুলাই তৃণমূলের মঞ্চে থাকবেন জিটিএ-র সিইও অনিত থাপা

By

Published : Jul 19, 2022, 2:18 PM IST

শিলিগুড়ি, 19 জুলাই : 21 জুলাই তৃণমূল কংগ্রেসের (TMC 21 July Rally) শহিদ দিবসের মঞ্চে উপস্থিত থাকবেন জিটিএ (GTA)-র মুখ্য কার্যনির্বাহী আধিকারিক তথা ভারতীয় গোর্খা প্রজাতান্ত্রিক মোর্চার (BGPM) সভাপতি অনিত থাপাকে । ইতিমধ্যে আমন্ত্রণ পেয়েছেন তিনি । মঙ্গলবার কলকাতা যাওয়ার পথে শিলিগুড়ির বাগডোগরা বিমানবন্দরে পৌঁছে ওই কথা জানান অনিত থাপা (GTA CEO Anit Thapa) । ইতিমধ্যে তাঁকে আমন্ত্রণ জানিয়েছেন খোদ মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Bengal CM Mamata Banerjee) ।

বুধবার মুখ্যমন্ত্রীর সঙ্গে জিটিএ নিয়ে রিভিউ মিটিং রয়েছে অনিত থাপার । পাশাপাশি এদিন রাজ্যের পৌর ও নগরোন্নয়ন মন্ত্রী তথা কলকাতার মেয়র ফিরহাদ হাকিমের (Bengal Minister Firhad Hakim) সঙ্গেও বৈঠকে বসার কথা রয়েছে অনিতের । তবে বৈঠক সেরে 21 জুলাইয়ে তৃণমূল কংগ্রেসের (Trinamool Congress) অনুষ্ঠানে যোগ দিয়ে ফিরবেন তিনি । আর তাঁর 21 জুলাইয়ের মঞ্চে উপস্থিত থাকার বিষয়টি প্রকাশ্যে আসতেই রাজনৈতিক মহলে সমালোচনার সৃষ্টি হয়েছে ।

এবারের জিটিএ নির্বাচনে 45টি আসনের মধ্যে 27টি আসনে জয়লাভ করেছে ভারতীয় গোর্খা প্রজাতান্ত্রিক মোর্চা । পরে কালিম্পংয়ের আরও তিনজন সভাসদ যোগ দিয়েছেন । আর জিটিএ নির্বাচনে জয়ের পর রাজ্য সরকারের সঙ্গে অনিত থাপার সখ্যতা আরও বৃদ্ধি পেয়েছে । তবে তৃণমূল কংগ্রেসের দলীয় সরাসরি অনিত থাপার উপস্থিতি অন্য চোখে দেখছে পাহাড়ের আঞ্চলিক রাজনৈতিকদলগুলি ।

21 জুলাই তৃণমূলের মঞ্চে থাকবেন জিটিএ-র সিইও অনিত থাপা

বিরোধীদের অভিযোগ, অনিত থাপা আগে থেকেই রাজ্যের শাসকদলের সঙ্গে অলিখিত জোট করে চলছিল । আর এদিনের বক্তব্যের মধ্যে দিয়ে এবার তা আরও প্রকাশ্যে এল । এনিয়ে অবশ্য অনিত থাপা বলেন, "জিটিএ নিয়ে রিভিউ মিটিং রয়েছে । তারপর 21 জুলাইয়ের অনুষ্ঠানের আমন্ত্রণ পেয়েছি, সেখানেও যাব । তবে দলের আর কোনও নেতা, কর্মী সমর্থকরা ওই অনুষ্ঠানে যাবেন না ।"

অন্যদিকে, এদিন রাজ্যের মুখ্যমন্ত্রীকে উৎসর্গ করা গান নিয়েও মুখ খোলেন অনিত থাপা । তিনি বলেন, "মুখ্যমন্ত্রীকে কার্শিয়াংয়ে স্বাগত জানানোর সময় আমার দলের নির্বাচনী নেপালি গান চলছিল । সেটা দিদির পছন্দ হয় ও তিনি আমাকে অনুরোধ করেন যাতে এমনই গান যদি তৈরি করা যায় বাংলায় । সেই মতো বাংলায় অনুবাদ করে কার্শিয়াংয়ে রেকর্ডিং করা হয়েছে ।"

আরও পড়ুন :GTA Board: জিটিএ বোর্ডের মুখ্য কার্যনির্বাহী আধিকারিক হলেন অনিত থাপা

For All Latest Updates

ABOUT THE AUTHOR

...view details