শিলিগুড়ি, 19 জুলাই : 21 জুলাই তৃণমূল কংগ্রেসের (TMC 21 July Rally) শহিদ দিবসের মঞ্চে উপস্থিত থাকবেন জিটিএ (GTA)-র মুখ্য কার্যনির্বাহী আধিকারিক তথা ভারতীয় গোর্খা প্রজাতান্ত্রিক মোর্চার (BGPM) সভাপতি অনিত থাপাকে । ইতিমধ্যে আমন্ত্রণ পেয়েছেন তিনি । মঙ্গলবার কলকাতা যাওয়ার পথে শিলিগুড়ির বাগডোগরা বিমানবন্দরে পৌঁছে ওই কথা জানান অনিত থাপা (GTA CEO Anit Thapa) । ইতিমধ্যে তাঁকে আমন্ত্রণ জানিয়েছেন খোদ মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Bengal CM Mamata Banerjee) ।
বুধবার মুখ্যমন্ত্রীর সঙ্গে জিটিএ নিয়ে রিভিউ মিটিং রয়েছে অনিত থাপার । পাশাপাশি এদিন রাজ্যের পৌর ও নগরোন্নয়ন মন্ত্রী তথা কলকাতার মেয়র ফিরহাদ হাকিমের (Bengal Minister Firhad Hakim) সঙ্গেও বৈঠকে বসার কথা রয়েছে অনিতের । তবে বৈঠক সেরে 21 জুলাইয়ে তৃণমূল কংগ্রেসের (Trinamool Congress) অনুষ্ঠানে যোগ দিয়ে ফিরবেন তিনি । আর তাঁর 21 জুলাইয়ের মঞ্চে উপস্থিত থাকার বিষয়টি প্রকাশ্যে আসতেই রাজনৈতিক মহলে সমালোচনার সৃষ্টি হয়েছে ।
এবারের জিটিএ নির্বাচনে 45টি আসনের মধ্যে 27টি আসনে জয়লাভ করেছে ভারতীয় গোর্খা প্রজাতান্ত্রিক মোর্চা । পরে কালিম্পংয়ের আরও তিনজন সভাসদ যোগ দিয়েছেন । আর জিটিএ নির্বাচনে জয়ের পর রাজ্য সরকারের সঙ্গে অনিত থাপার সখ্যতা আরও বৃদ্ধি পেয়েছে । তবে তৃণমূল কংগ্রেসের দলীয় সরাসরি অনিত থাপার উপস্থিতি অন্য চোখে দেখছে পাহাড়ের আঞ্চলিক রাজনৈতিকদলগুলি ।