মাঝেরহাট, 21 জানুয়ারি : খিদিরপুরে জমা জলের সমস্যা সমাধানের লক্ষ্যে ইটের খোলা নিকাশি নালার পরিবর্তে বসছে অত্যাধুনিক জিআরপি পাইপ লাইন (GRP pipes will install from Moulali to Palmer bazar pumping station) । এদিন সেই কাজ পরিদর্শন করতেই মাঝেরহাটে উপস্থিত হন কলকাতার মেয়র ফিরহাদ হাকিম । বর্তমানে মোমিনপুর পাম্পিং স্টেশন থেকে চেতলা বোট ক্যানেল পর্যন্ত এই পাইপ লাইন পাতার কাজ চলছে । 140 মিটার এই নিকাশি নালা করতে খরচ হচ্ছে প্রায় 54 কোটি টাকা । কাজ চলছে বিগত দু'বছর ধরে ।
কলকাতায় জমা জলের পকেট হিসেবে চিহ্নিত শহরের যে সমস্ত জায়গা, তারমধ্যে অন্যতম খিদিরপুর, মোমিনপুর, বডিগার্ড লাইন । অল্প বৃষ্টিতেই এলাকা জলের তলায় চলে যায় । জল না নামার কারণ হিসেবে নিকাশি বিভাগ ব্রিটিশ আমলের খোলা ইটের নিকাশি নালার সমস্যাকেই দায়ী করছে । এবার এই বিস্তীর্ণ এলাকার জমা জলের সমস্যা মেটাতে এই নিকাশি নালার আমূল সংস্কারের করছে কলকাতা কর্পোরেশন । স্থানীয় বিধায়ক ও কলকাতার মেয়র ফিরহাদ হাকিম সেই কাজ কেমন চলছে এদিন পরিদর্শন করে দেখেন (Firhad Hakim keen to solve Kolkata Waterlogging Problem) । সঙ্গে ছিলেন পৌর কমিশনার বিনোদ কুমার ও প্রকল্পের আধিকারিকরা ।