পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / city

Ration Policy of Food Department বড় সিদ্ধান্ত, রেশন দোকানেই মিলবে ব্যাংকিং পরিষেবা, রান্নার গ্যাস - Ration Shops

রেশন দোকানে এখন থেকে পাওয়া যাবে মুদিখানার বিভিন্ন ধরনের সামগ্রী ৷ পাশাপাশি, 5 লিটারের এলপিজি সিলিন্ডার থেকে শুরু করে ব্যাংকিং পরিষেবাও মিলবে (Banking Service will Available in Ration Shops) ৷ খাদ্য দফতরের (Ration Policy of Food Department) তরফে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে ৷

grocery-and-banking-service-will-available-in-ration-shops
grocery-and-banking-service-will-available-in-ration-shops

By

Published : Aug 27, 2022, 3:24 PM IST

কলকাতা, 27 অগস্ট: ‘দুয়ারে রেশন’ প্রকল্পের বরাদ্দ নিয়ে রাজ্য সরকারের সঙ্গে রেশন ডিলারদের সংঘাত অব্যাহত রয়েছে ৷ সেই সংঘাত আবহেই রেশন ডিলারদের ক্ষোভ কমাতে নতুন সিদ্ধান্ত নিল রাজ্য খাদ্য দফতর (Ration Policy of Food Department) ৷ যেখানে বলা হয়েছে, এবার থেকে রেশন ডিলাররা দোকান থেকে নন-পিডি অর্থাৎ, মুদি সামগ্রী বিক্রি করতে পারবেন ৷ অর্থাৎ, চাল গম আটা চিনির পাশাপাশি হেঁসেল নিত্য প্রয়োজনীয় জিনিস সবরকম জিনিসপত্র বিক্রির ছাড় দেওয়া হচ্ছে ৷

গত বুধবার ডিলার সংগঠনের সঙ্গে বৈঠক করেন রাজ্যের খাদ্যমন্ত্রী রথীন ঘোষ ও সংশ্লিষ্ট বিভাগের আধিকারিকরা। সূত্রের খবর, সেই বৈঠকেই রেশন ডিলারদের নন-পিডি সামগ্রী বিক্রি করতে অনুমতির সিদ্ধান্ত নেওয়া হয়েছে। খুব শীঘ্রই এ বিষয়ে বিজ্ঞপ্তি জারি করা হবে খাদ্য দফতরের তরফে ৷ এর ফলে রেশন ডিলারদের ক্ষোভ অনেকটাই কমবে বলে মনে করছে রাজনৈতিক মহলের একাংশ ৷

রেশন দোকানে মুদি সামগ্রী, ব্যাংকিং পরিষেবা দেওয়ার সিদ্ধান্ত খাদ্য দফতরের

সূত্রের খবর, মুদি সামগ্রী বিক্রির পাশাপাশি 5 লিটারের রান্নার গ্যাস সিলিন্ডার বিক্রির অনুমতি দেওয়া হবে রেশন ডিলারদের ৷ ঠিক তেমনি, বিভিন্ন ব্যাংকের সিএসপি বা কাস্টমার সার্ভিস পয়েন্টের মতো, রেশন দোকানেও গ্রাহকরা ব্যাংকিং পরিষেবা পাবেন (Banking Service will Available in Ration Shops) ৷ রেশন ডিলারদের অধীনে থাকা তিন-চারটি বা দু’টি গ্রামের গ্রাহকরা নিজেদের পছন্দমাফিক ব্যাংকের যাবতীয় কাজ রেশন দোকানের মাধ্যমে করতে পারবে ৷ এর ফলে সাধারণ গ্রাহকরা যেমন বাড়ির কাছে ব্যাংকিং পরিষেবা পাবেন ৷ ঠিক তেমনি এর থেকে কমিশন পাবেন রেশন ডিলাররা ৷

প্রসঙ্গত, দুয়ারে রেশন প্রকল্প চালু রাখতে বিপুল পরিমাণ খরচ হচ্ছে ডিলারদের ৷ দু’দিন আগেও ডিলারদের সেই খরচ কমাতে অতিরিক্ত অর্থ বরাদ্দ ঘোষণা করেছে রাজ্য সরকার ৷ কিন্তু, তাতেও সন্তুষ্ট নয় রাজ্যের জয়েন্ট ফোরাম ফর রেশন ডিলার অ্যাসোসিয়েশন ৷ তারা কোনও অবস্থাতেই দুয়ারে রেশন প্রকল্পে অংশ নেবেন না বলে জানিয়েছে ৷ সরকার যে 5 হাজার টাকা ভাতা দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে, তা তারা নেবে না বলে জানিয়েছে ৷

আরও পড়ুন:ডিলারদের ‘গোপন' বৈঠকে দুয়ারে রেশন বন্ধের সিদ্ধান্ত

অভিযোগ, দুয়ারে রেশন প্রকল্প চালু রাখতে গিয়ে আর্থিক খরচ ও মানবসম্পদ বা লজিস্টিক খরচে বাড়ছে ৷ রাজ্যের প্রয়াত প্রাক্তন মুখ্যমন্ত্রী প্রফুল্ল সেনের আমল থেকে রেশন ডিলাররা 650 গ্রাম করে হ্যান্ডেলিং কস্ট পাচ্ছিল ৷ ফলে, রাজ্য সরকারের 200 গ্রাম করে হ্যান্ডেলিং কস্ট দেওয়ার সিদ্ধান্ত অবাস্তব বলে দাবি করা হয়েছে জয়েন্ট ফোরাম ফর রেশন ডিলার অ্যাসোসিয়েশনের তরফে ৷ এই সব নিয়েই রেশন ডিলারদের একাংশের মধ্যে ক্ষোভ রয়েছে ৷ এই পরিস্থিতি ক্ষতে প্রলেপ দিতে, রেশন ডিলারদের দীর্ঘদিনের দাবি পূরণে রাজি হয়েছে সরকার ৷ বরাদ্দ খাদ্যশস্যর বাইরে অন্যান্য নিত্য প্রয়োজনীয় জিনিস বিক্রির অনুমতি দেওয়ার সিদ্ধান্ত নেয়া হয়েছে খাদ্য দফতরের তরফে ৷ ফলে এ বার থেকে রেশন ডিলাররা নিজেদের পছন্দ মাফিক সামগ্রী বাইরে থেকে কিনে রেশন দোকানে বিক্রি করতে পারবেন ৷

ABOUT THE AUTHOR

...view details