কলকাতা, 27 অগস্ট: ‘দুয়ারে রেশন’ প্রকল্পের বরাদ্দ নিয়ে রাজ্য সরকারের সঙ্গে রেশন ডিলারদের সংঘাত অব্যাহত রয়েছে ৷ সেই সংঘাত আবহেই রেশন ডিলারদের ক্ষোভ কমাতে নতুন সিদ্ধান্ত নিল রাজ্য খাদ্য দফতর (Ration Policy of Food Department) ৷ যেখানে বলা হয়েছে, এবার থেকে রেশন ডিলাররা দোকান থেকে নন-পিডি অর্থাৎ, মুদি সামগ্রী বিক্রি করতে পারবেন ৷ অর্থাৎ, চাল গম আটা চিনির পাশাপাশি হেঁসেল নিত্য প্রয়োজনীয় জিনিস সবরকম জিনিসপত্র বিক্রির ছাড় দেওয়া হচ্ছে ৷
গত বুধবার ডিলার সংগঠনের সঙ্গে বৈঠক করেন রাজ্যের খাদ্যমন্ত্রী রথীন ঘোষ ও সংশ্লিষ্ট বিভাগের আধিকারিকরা। সূত্রের খবর, সেই বৈঠকেই রেশন ডিলারদের নন-পিডি সামগ্রী বিক্রি করতে অনুমতির সিদ্ধান্ত নেওয়া হয়েছে। খুব শীঘ্রই এ বিষয়ে বিজ্ঞপ্তি জারি করা হবে খাদ্য দফতরের তরফে ৷ এর ফলে রেশন ডিলারদের ক্ষোভ অনেকটাই কমবে বলে মনে করছে রাজনৈতিক মহলের একাংশ ৷
সূত্রের খবর, মুদি সামগ্রী বিক্রির পাশাপাশি 5 লিটারের রান্নার গ্যাস সিলিন্ডার বিক্রির অনুমতি দেওয়া হবে রেশন ডিলারদের ৷ ঠিক তেমনি, বিভিন্ন ব্যাংকের সিএসপি বা কাস্টমার সার্ভিস পয়েন্টের মতো, রেশন দোকানেও গ্রাহকরা ব্যাংকিং পরিষেবা পাবেন (Banking Service will Available in Ration Shops) ৷ রেশন ডিলারদের অধীনে থাকা তিন-চারটি বা দু’টি গ্রামের গ্রাহকরা নিজেদের পছন্দমাফিক ব্যাংকের যাবতীয় কাজ রেশন দোকানের মাধ্যমে করতে পারবে ৷ এর ফলে সাধারণ গ্রাহকরা যেমন বাড়ির কাছে ব্যাংকিং পরিষেবা পাবেন ৷ ঠিক তেমনি এর থেকে কমিশন পাবেন রেশন ডিলাররা ৷