পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / city

নোবেলজয়ী প্রাক্তনীকে স্বাক্ষর সম্বলিত শুভেচ্ছাবার্তা পাঠাবে 12 হাজার পড়ুয়া - Nobel Winner in Economics Abhijit Vinayak Banerjee

সাউথ পয়েন্টের প্রাক্তনী, নোবেলজয়ী অর্থনীতিবিদ অভিজিৎ বিনায়ক বন্দ্যোপাধ্যায়কে পাঠানো হবে শুভেচ্ছাবার্তা ৷ স্কুলের তরফে আজ থেকে শুরু হবে শুভেচ্ছাবার্তা স্বাক্ষর ক্যাম্পেইন ৷ আর তাতে সই করবেন স্কুলের 12 হাজারেরও বেশি পড়ুয়া, শিক্ষক-শিক্ষিকা ৷

অভিজিৎ বিনায়ক ব্যানার্জি ফাইল ছবি

By

Published : Oct 16, 2019, 8:56 AM IST

Updated : Oct 16, 2019, 2:01 PM IST

কলকাতা, 16 অক্টোবর : স্কুল জীবনটা তাঁর কেটেছে কলকাতার সাউথ পয়েন্ট স্কুলে । নোবেলজয়ী হিসেবে তাঁর নাম ঘোষণা হতেই আনন্দে আপ্লুত স্কুল কর্তৃপক্ষ । আজ থেকে সাউথ পয়েন্ট স্কুল একটি শুভেচ্ছাবার্তা স্বাক্ষর ক্যাম্পেইন শুরু হতে চলেছে । এতে স্কুলের 12 হাজারেরও বেশি পড়ুয়া, শিক্ষক-শিক্ষিকা ও অংশগ্রহণকারীরা স্বাক্ষর করবেন । তারপর সেই শুভেচ্ছাবার্তা পাঠানো হবে নোবেলজয়ী অর্থনীতিবিদ অভিজিৎ বিনায়ক বন্দ্যোপাধ্যায়ের কাছে । গতকাল সাউথ পয়েন্ট স্কুল কর্তৃপক্ষের তরফে একথা জানানো হয়েছে ৷

আরও পড়ুন : এই পুরস্কার দারিদ্র্য দূরীকরণ আন্দোলনের : অভিজিৎ

অভিজিতের স্কুল ছিল সাউথ পয়েন্ট । 1978 সালে এখান থেকেই উচ্চমাধ্যমিকে উত্তীর্ণ হন । তাঁর নোবেল পাওয়ার খবর পাওয়ার পর থেকেই উচ্ছ্বসিত স্কুল কর্তৃপক্ষ । গতকালই পুজোর ছুটির পর স্কুল খোলে । 14 তারিখ অধ্যক্ষা রূপা সান্যাল ভট্টাচার্য জানিয়েছিলেন, স্কুল খোলার পর স্কুলের প্রাক্তনীর নোবেল পাওয়াকে স্মরণ করতে অনুষ্ঠানের আয়োজন করা হবে । পাশাপাশি পড়ুয়াদের স্বাক্ষর করা অভিনন্দনপত্র পাঠানো হবে তাঁর কাছে ৷ সাউথ পয়েন্ট স্কুলের মুখপাত্র ও ট্রাস্টি বোর্ডের সদস্য কৃষ্ণ দামানি জানান, আজ থেকেই শুরু হবে এই স্বাক্ষর ক্যাম্পেইন ৷

আরও পড়ুন : প্রাক্তনীর কৃতিত্বে গর্বিত সাউথ পয়েন্ট-প্রেসিডেন্সি

গতকাল তিনি বলেন, "আমরা 12 হাজারেরও বেশি পড়ুয়া, আমাদের শিক্ষক-শিক্ষিকা সবাই মিলে একটা শুভেচ্ছাবার্তা অভিজিৎ বিনায়ক বন্দ্যোপাধ্যায়ের কাছে পাঠাব । সেটাতে এই সকল মানুষ স্বাক্ষর করবেন । দ্বিতীয়ত, আমাদের অ্যালুমনি অ্যাসোসিয়েশনের তরফে অনলাইনে শুভেচ্ছাবার্তায় স্বাক্ষর সংগ্রহ করা হচ্ছে । সেটাও এসে গেলে ওই মেসেজগুলোও তাঁকে পাঠানো হবে । কাল থেকেই সাক্ষর সংগ্রহ করা হবে পড়ুয়াদের ।"

আরও পড়ুন : দেশের অনিয়ন্ত্রিত আর্থিক পরিস্থিতির কথা কেন্দ্রের জানা, মন্তব্য নোবেলজয়ী অভিজিতের

তবে, আজ থেকে ক্যাম্পেইন শুরু হলেও শুভেচ্ছাবার্তাটি কবে নোবেলজয়ী প্রাক্তনীর কাছে পাঠানো হবে তা এখনও স্থির করেনি স্কুল কর্তৃপক্ষ ।

Last Updated : Oct 16, 2019, 2:01 PM IST

For All Latest Updates

TAGGED:

ABOUT THE AUTHOR

...view details