পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / city

15 Year Old Cars: ছ’মাসের মধ্যেই বাতিল 15 বছরের পুরনো সব গাড়ি, নির্দেশ গ্রিন টাইবুনালের - নির্দেশ গ্রিন টাইবুনালের

বাণিজ্যিক ও ব্যক্তিগত, উভয় ধরনের 15 বছর পুরনো গাড়ি আগামী ছ‘মাসের মধ্যে বাতিল হয়ে যাবে ৷ এমনই নির্দেশ দিয়েছে গ্রিন ট্রাইবুনাল (Green Tribunal) ৷ তাছাড়া নিষেধাজ্ঞা জারি হচ্ছে বিএস-4 গাড়ি (BS-4 Vehicle) নিয়েও ৷ কলকাতা ও হাওড়ায় এই গাড়ি চালানো যাবে না ৷

Green Tribunal Orders to Cancel all 15 years old car in Bengal
15 Year Old Cars: ছ’মাসের মধ্যেই বাতিল 15 বছরের পুরনো সব গাড়ি, নির্দেশ গ্রিন টাইবুনালের

By

Published : Jul 26, 2022, 8:33 PM IST

কলকাতা, 26 জুলাই : ছয় মাসের মধ্যে 15 বছর পুরনো গাড়ি বাতিলের নির্দেশ দিল গ্রিন টাইবুনাল (Green Tribunal) । একই সঙ্গে কলকাতা এবং হাওড়ায় চলবে না বিএস-4 গাড়িও (BS-4 Vehicle) । বাণিজ্যিক ও ব্যক্তিগত, উভয় গাড়িতে বহাল এই নির্দেশ । এর ফলে রাজ্যকে দূষণমুক্ত করার ক্ষেত্রে গুরুত্বপূর্ণ পদক্ষেপ করা যাবে বলে মনে করছে রাজনৈতিক মহল ।

প্রসঙ্গত, কয়েক বছর আগে কলকাতা হাইকোর্ট (Calcutta High Court) সারা রাজ্যে বিএস-4 গাড়ি চালানোর উপর বিধি নিষেধের কথা বলেছিল । হাইকোর্টের নির্দেশ থাকলেও সাধারণের সচেতনতার অভাব এবং পেট্রল-ডিজেলের মূল্যবৃদ্ধি, অতিমারি-সহ একাধিক কারণে এই নির্দেশ কার্যকর করা যায়নি ।

এবার রাজ্য সরকারের তরফ থেকে কলকাতা (Kolkata) এবং হাওড়ার (Howrah) জন্য এই নির্দেশ দিলেও সুভাষ দত্তের মতো পরিবেশবিদরা মনে করছেন, এই নির্দেশ কার্যকর করার সরকারের জন্য খুব কঠিন । সাধারণ নাগরিক থেকে শুরু করে বাস অ্যাসোসিয়েশন, তারা এই নির্দেশ আদৌও মানবে কি না, তা নিয়ে প্রশ্ন থাকছে ।

এদিন গ্রিন টাইবুনাল যে নির্দেশ দিয়েছে, তাতে আগামী ছয় মাসের মধ্যে বাণিজ্যিক এবং ব্যক্তিগত উভয় গাড়ি 15 বছর হয়ে গেলে তা ব্যবহার করা যাবে না । একই সঙ্গে বিএস-4 গাড়িও বন্ধ করতে বলা হয়েছে । কয়েক বছর আগেই হাইকোর্টের তরফ থেকে বাণিজ্যিক গাড়িগুলির ক্ষেত্রে যে নির্দেশ দেওয়া হয়েছিল, তা কার্যকর করার ক্ষেত্রে রাজ্য সরকারের (Bengal Govt) প্রয়াস যথেষ্ট নয় বলে এদিন সমালোচনা করা হয়েছে ।

এক্ষেত্রে ব্যক্তিগত গাড়ির ক্ষেত্রে নতুন করে এই নির্দেশ দেওয়া হল । এই সঙ্গে একগুচ্ছ নির্দেশ দেওয়া হয়েছে । এর মধ্যে পৌরসভার কঠিন বর্জ্য ম্যানেজমেন্ট নিয়ে একগুচ্ছ নির্দেশিকা দেওয়া হয়েছে । একই সঙ্গে শব্দ দূষণ (Sound Pollution) নিয়েও দূষণ নিয়ন্ত্রণ পর্ষদ (Pollution Control Board) এবং সরকারকে মিলিতভাবে পদক্ষেপ নেওয়ার কথা বলা হয়েছে ।

আরও পড়ুন :Kolkata Yellow Taxi: ধাপে ধাপে বাতিল হচ্ছে 15 বছরের পুরনো গাড়ি, চিন্তায় হলুদ ট্যাক্সি মালিকরা

ABOUT THE AUTHOR

...view details