কলকাতা, 20 সেপ্টেম্বর: বোলপুর পৌরসভায় বিল্ডিং প্ল্যান পাশ (Grant for Passing Building Plan) করাতে অনুদান দিতে হয় বলে অভিযোগ উঠেছে ৷ আর তার পিছনে একটি চক্রও কাজ করছে ৷ এই ধরনের একাধিক অভিযোগে বোলপুর পৌরসভার বিরুদ্ধে কলকাতা হাইকোর্টে মামলা দায়ের করা হয় (Bolpur Municipality Case) ৷ আজ প্রধান বিচারপতির ডিভিশন বেঞ্চে সেই মামলার শুনানিতে সরাসরি অনুব্রত মণ্ডলের (Anubrata Mondal) বিরুদ্ধে এই চক্র চালানোর অভিযোগ করা হয়েছে ৷ এদিন কলকাতা হাইকোর্টে (Calcutta HC) এমনটাই জানিয়েছেন মামলাকারীর আইনজীবী শামিম আহমেদ ৷
মামলার শুনানিতে আইনজীবী শামিম আহমেদ বলেন, ‘‘পুরো চক্রের মাথা অনুব্রত মণ্ডল ৷ বোলপুর পৌরসভার বর্তমান চেয়ারপার্সন পর্ণা ঘোষ এবং তাঁর স্বামী সুদীপ্ত ঘোষ এই চক্রের সঙ্গে জড়িত রয়েছেন ৷’’ তিনি আদালতে জানান, বোলপুর পৌরসভার নামে বিল ছাপিয়ে টাকা তোলেন তাঁরা ৷ আর অনুদানের নামে এই কাটমানি না দিলে কোনও বিল্ডিংয়ের প্ল্যানিংয়ে অনুমোদন পাওয়া যায় না ৷
যদিও, বোলপুর পৌরসভার আইনজীবীর দাবি করেছেন, ‘‘যে অনুদান নেওয়া হয়, তার সব হিসাব পৌরসভার খাতায় নথিভুক্ত করা রয়েছে ৷ বেআইনিভাবে কিছুই নেওয়া হয়নি ৷ আর এখন বিল্ডিংয়ের প্ল্যানিংয়ের অনুমোদনের পুরো প্রক্রিয়া অনলাইনে হয় ৷’’