পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / city

'অসাংবিধানিক' আচরণ থেকে বিরত থাকার আবেদন মুখ্যমন্ত্রীকে, টুইট রাজ্যপালের

মুখ্যমন্ত্রী ও শাসকদলের এই প্রতিবাদ মিছিল নিয়ে উদ্বেগ প্রকাশ করলেন রাজ্যপাল জগদীপ ধনকড় ৷ মুখ্যমন্ত্রীকে টুইট করে লেখেন, 'এটা অসাংবিধানিক' ৷ সেইসঙ্গে এই ধরনের 'উসকানিমূলক' আচরণ থেকে বিরত থাকার আবেদন জানান ৷

By

Published : Dec 16, 2019, 10:03 AM IST

Governor's tweet to CM Mamata Banerjee
রাজ্যপাল

কলকাতা, 16 ডিসেম্বর : আজ থেকে কলকাতা ও রাজ্যজুড়ে নাগরিকত্ব (সংশোধনী) আইন, NRC-র বিরুদ্ধে পথে নামতে চলেছে শাসকদল ৷ কলকাতায় প্রতিবাদ মিছিলে নেতৃত্ব দেবেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ৷ মুখ্যমন্ত্রী ও শাসকদলের এই প্রতিবাদ মিছিল নিয়ে উদ্বেগ প্রকাশ করলেন রাজ্যপাল জগদীপ ধনকড় ৷ মুখ্যমন্ত্রীকে টুইট করে তিনি লেখেন, 'এটা অসাংবিধানিক' ৷

রাজ্যজুড়ে নাগরিকত্ব (সংশোধনী) আইন, 2019-এর বিরুদ্ধে আজও বিক্ষোভ অব্যাহত ৷ দফায় দফায় রেল অবরোধ, টায়ার জ্বালিয়ে পথ অবরোধের জেরে বিপর্যস্ত জনজীবন ৷ রাজ্যের এই পরিস্থিতি নিয়ে আগেই উদ্বেগ প্রকাশ করেছেন রাজ্যপাল জগদীপ ধনকড় ৷ বারবার রাজ্যবাসীকে শান্তি বজায় রাখার আবেদন জানিয়েছেন ৷ আজ মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের উদ্দেশে তাঁর টুইট বার্তা, 'আমি মুখ্যমন্ত্রীকে এই অসাংবিধানিক ও উসকানিমূলক আচরণ থেকে বিরত থাকার ও পরিস্থিতি সামলানোর জন্য আবেদন জানাচ্ছি ৷ '

সেইসঙ্গে আরও বিশিষ্ট ব্যক্তি, চলচ্চিত্র নির্মাতা, অভিনেতা এবং মঞ্চ শিল্পীদের কৃতজ্ঞতা জানিয়ে আরও একটি টুইট করেন ৷ লেখেন, ' বিশিষ্ট ব্যক্তি, চলচ্চিত্র নির্মাতা, অভিনেতা এবং মঞ্চ শিল্পীদের কৃতজ্ঞতা জানাচ্ছি যাঁরা বিক্ষোভকারীদের শান্তি বজায় রাখার আবেদন জানিয়েছিলেন ৷ হিংসা ছড়ানো থেকে বিরত থাকার আহ্বান জানিয়েছিলেন ৷ আশা করি বাকিরাও এগিয়ে আসবেন ৷ আমরা সাংবিধানিকভাবে দেশের আইন মানতে বাধ্য ৷ '

এর আগে গতকাল রাজ্যবাসীকে শান্তি বজায় রাখার আবেদন জানিয়েছিলেন রাজ্যপাল ৷ বলেছিলেন, "প্রশাসনের কিছু ক্ষেত্রে দায়িত্ববোধের অভাব দেখা যাচ্ছে । এটা পদক্ষেপ নেওয়ার সময় । পুলিশ প্রশাসনের এই পরিস্থিতিতে সক্রিয় ভূমিকা নেওয়া উচিত । রাজ্যবাসীকেও আবেদন জানাচ্ছি, আপনাদের পক্ষে এই পরিস্থিতির সামাল দিতে যা যা করা সম্ভব করুন । শান্তি বজায় রাখুন । " সেইসঙ্গে এরপরই NRC ও CAA সংক্রান্ত বিজ্ঞাপনগুলি নিয়ে রাজ্য সরকারের বিরুদ্ধে সরব হন তিনি ৷ বলেন, "এই বিজ্ঞাপনগুলি অসাংবিধানিক । অনুমতির যোগ্য নয় । আমি নিশ্চিত মুখ্যমন্ত্রী অন্তত এই বিজ্ঞাপনগুলি প্রত্যাহার করবেন ৷ এটা সরকারি তহবিলের অপরাধমূলক ব্যবহার (criminal use of public funds) । আর যদি কোনও সরকার আইনের বিরোধিতায় সরকারি তহবিলের ব্যবহার করে তাহল সংবিধান প্রধান হিসেবে আমি তা মেনে নিতে পারব না ।"

ABOUT THE AUTHOR

...view details