পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / city

বিধানসভায় ঢুকতে বাধা রাজ্যপালের ব্যক্তিগত চাপরাশি ও চিত্রগ্রাহককে - বিধানসভা

নিজের মুখেই রাজ্যপাল স্বীকার করলেন, আজ তিনি অপমানিত হয়েছেন । বিধানসভায় রাজ্যপাল প্রবেশ করলেও ঢুকতে দেওয়া হল না রাজভবনের চিত্রগ্রাহক রাজকুমার ঘোষকে । ঢুকতে দেওয়া হয়নি রাজ্যপালের ব্যক্তিগত চাপরাশি তরুণ মণ্ডলকেও ।

Jagdeep Dhankar
বিধানসভা

By

Published : Dec 5, 2019, 10:49 PM IST

কলকাতা, 5 ডিসেম্বর : রাজ্য-রাজ্যপাল সংঘাত এখন রোজনামচায় এসে দাঁড়িয়েছে ৷ আজ বিধানসভায় ঢুকতে বাধা দেওয়া হয় রাজ্যপালের ব্যক্তিগত চাপরাশি ও রাজভবনের চিত্রগ্রাহককে ৷ রাজ্যপাল জগদীপ ধনকড় বিধানসভায় ঢোকার সময় অভ্যর্থনা জানাতে আসেননি কেউ ৷ রাজ্যপালের সঙ্গে কথাও বললেন না কেউ ৷ অগত্যা রাজভবনের কয়েকজন কর্মীদের নিয়েই দু'নম্বর গেট দিয়ে বিধানসভায় প্রবেশ করলেন রাজ্যপাল ।

বিধানসভার মার্শাল সঙ্গে থাকলেও কোনওরকম সহায়তা পাওয়া যায়নি তাঁর থেকে । রাজ্যপাল বিধানসভায় প্রবেশ করে সোজা চলে যান লাইব্রেরি ভবনে । সেখানে তালা থাকায় তিনি বেরিয়ে হাঁটতে হাঁটতে অধ্যক্ষের ঘরের কাছে যান । অধ্যক্ষের ঘর বন্ধ থাকায় বিধানসভার দোতালায় সচিব অভিজিৎ সোমের ঘরের দিকে যান রাজ্যপাল । সেই ঘরও বন্ধ ছিল ।

ভিডিয়োয় দেখুন কী বলছেন রাজভবনের চিত্রগ্রাহক

রাজ্যপাল বলেন, আজ তিনি অপমানিত হয়েছেন । বিধানসভায় রাজ্যপাল প্রবেশ করলেও ঢুকতে দেওয়া হল না রাজভবনের চিত্রগ্রাহক রাজকুমার ঘোষকে । ঢুকতে দেওয়া হয়নি রাজ্যপালের ব্যক্তিগত চাপরাশি তরুণ মণ্ডলকেও ।

তরুণ মণ্ডল বিধানসভার দু'নম্বর গেটের সামনে রাজ্যপালের চশমা হাতে অপেক্ষা করছেন । তাঁরই পাশে দাঁড়িয়ে রয়েছেন রাজভবনের ব্যক্তিগত চিত্রগ্রাহক । আজকের বিধানসভার বাইরের ছবিটা এরকমই ছিল ৷ দু'জনকেই পুলিশ জোর করে বিধানসভা চত্বর থেকে বার করে দেয় বলে অভিযোগ করেছেন রাজকুমার ঘোষ । পরে অবশ্য অনেক অনুরোধের পর সমগ্র শরীর তল্লাশি করে রাজ্যপালের চাপরাশিকে চশমা পৌঁছে দেওয়ার জন্য বিধানসভার ভেতরে ঢোকার অনুমতি দেওয়া হয় । বিধানসভায় ঢুকতে পারেননি রাজভবন থেকে আশা বিশেষ এক বার্তাবাহক ।

অতীতেও রাজ্যপালের সঙ্গে সরকারের তিক্ততার সম্পর্ক তৈরি হয়েছিল । কিন্তু আজকের এই ঘটনা রাজ্যের ইতিহাসে নজিরবিহীন বলে মনে করছে বিরোধী শিবির । এই পরিস্থিতি স্বাধীনতার পর থেকে পশ্চিমবঙ্গে কোনওদিন হয়নি বলেও দাবি করছে ওয়াকিবহাল মহলের একাংশ ৷

ABOUT THE AUTHOR

...view details