নয়া দিল্লি , 18 জুন : রাষ্ট্রপতির পর কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের (Amit Shah) সঙ্গে বৈঠক করলেন রাজ্যপাল জগদীপ ধনকড় (Jagdeep Dhankhar) ৷ বৃহস্পতিবার সন্ধে সাতটায় স্বরাষ্ট্রমন্ত্রীর বাসভবনে যান রাজ্যপাল ৷ অমিত শাহের সঙ্গে রাজ্যপাল প্রায় 45 মিনিটের বৈঠক করেছেন বলে খবর ৷ বৈঠকে অবধারিতভাবে উঠে এসেছে নির্বাচন পরবর্তী হিংসার প্রসঙ্গ ৷ সেই সঙ্গে রাজ্যপালের প্রতি শাসকদলের আচরণের প্রসঙ্গ নিয়েও আলোচনা হয়েছে বলে জানা গিয়েছে ৷ অমিত শাহের সঙ্গে বৈঠকের ছবি টুইটও করেন রাজ্যপাল ৷
বুধবারই অমিত শাহের সঙ্গে রাজ্যপালের সাক্ষাৎ হওয়ার কথা ছিল ৷ স্বরাষ্ট্রমন্ত্রী ব্যস্ত থাকায় তা হয়নি ৷ এদিকে প্রধানমন্ত্রীর সঙ্গেও জগদীপ ধনকড় সাক্ষ্যাৎ করবেন বলে শোনা যাচ্ছিল ৷ যদিও বৃহস্পতিবার তা হয়নি ৷ এদিকে স্বরাস্ট্রমন্ত্রী রাজ্যপালের সাক্ষাতের ছবি টুইট করেছেন বিধানসভার বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী ৷ লিখেছেন ,"সাংবিধানিক মূল্যবোধকে বজায় রেখেই গণতান্ত্রিক ব্যবস্থাকে টিকিয়ে রাখা যায় । বাংলাকে যে অন্ধকার গ্রাস করেছে, তা থেকে মুক্তি পেতে এখন সেটাই জরুরি । "
অমিত শাহের সঙ্গে বৈঠক শেষে রাজ্যপাল দেখা করেন লোকসভার কংগ্রেস দলনেতা অধীর রঞ্জন চৌধুরীর সঙ্গে ৷ সাক্ষাতের ছবিও টুইট করেন রাজ্যপাল ৷ অমিত শাহের পর অধীর চৌধুরীর সঙ্গে রাজ্যপালের সাক্ষাৎ বেশ তাৎপর্যপূর্ণ বলে মনে করছে রাজনৈতিক মহল ৷