পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / city

Jagdeep Dhankhar on Mamata Banerjee : ‘পুলিশের মেরুদণ্ডে আঘাত’, ফের টুইট-বোমা ধনকড়ের

পূর্ব মেদিনীপুরের পুলিশ সুপারকে সংবাদ মাধ্যমের সামনে মুখ্যমন্ত্রীর তিরষ্কারের ঘটনায় উদ্বেগ প্রকাশ করলেন রাজ্যপাল জগদীপ ধনকড় (Jagdeep Dhankhar Shows Worried on CMs Remarks to East Medinipur Police Super) ৷ টুইটারে সেই ভিডিয়ো পোস্ট করে তা আইএএস ও আইপিএস অ্যাসোসিয়েশনকে ট্যাগ করেছেন তিনি ৷ সেই সঙ্গে মুখ্যমন্ত্রীর আচরণকে উদ্বেগজনক বলে উল্লেখ করেছেন রাজ্যপাল ৷

Governor Shows Worried on Mamata Banerjees Remarks to East Medinipur Police Super
Governor Shows Worried on Mamata Banerjees Remarks to East Medinipur Police Super

By

Published : Feb 4, 2022, 2:46 PM IST

কলকাতা, 4 ফেব্রুয়ারি : মুখ্যমন্ত্রী তাঁকে ব্লক করে দিয়েছেন আগেই ৷ তাই এবার আর রাজ্য সরকারের কোনও অ্যাকাউন্টে নয় ৷ নেতাজি ইন্ডোরে পূর্ব মেদিনীপুরের পুলিশ সুপারকে মুখ্যমন্ত্রীর ভর্ৎসনা এবং তাঁকে রাজ্যপাল ফোন করেন কি না, তা জানতে চাওয়া ৷ এই দুই ঘটনার ফুটেজ তুলে ধরে সরাসরি আইএএস ও আইপিএস অ্যাসোসিয়েশনকে ট্যাগ করেছেন রাজ্যপাল ৷ সেই সঙ্গে মুখ্যমন্ত্রীর এমন আচরণকে ‘উদ্বেগজনক’ বলে উল্লেখ করেছেন ধনকড় (Jagdeep Dhankhar Shows Worried on CMs Remarks to East Medinipur Police Super) ৷

সেই ঘটনার প্রেক্ষিতে এবার সোশ্যাল মিডিয়ায় উদ্বেগ প্রকাশ করলেন রাজ্যপাল ৷ অভিযোগ করলেন, রাজ্য পুলিশ এবং কলকাতা পুলিশের মেরুদণ্ডে আঘাত করছেন মুখ্যমন্ত্রী ৷ রাজ্যপাল তাঁর টুইটারে লিখেছেন, ‘‘কী উদ্বেগজনক পরিস্থিতি ! ভর্তি সংবাদ মাধ্যমের সামনে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় পূর্ব মেদিনীপুরের পুলিশ সুপারকে টেনে নামালেন ৷ এটা জিজ্ঞেস করে, রাজ্যপাল আপনাকে ফোন করেন কি ? এই গুরুতর বিষয়ে আইএএস এবং আইপিএস অ্যাসোসিয়েশনের দৃষ্টি আকর্ষণ করছি ৷ দুর্ভাগ্য মুখ্যমন্ত্রী রাজ্য পুলিশ এবং কলকাতা পুলিশের মেরুদণ্ডে আঘাত করছেন ৷’’

আরও পড়ুন :Mamata Banerjee : রাজ্যপাল ফোন করেন ? প্রশাসনিক বৈঠকে পুলিশ সুপারকে প্রশ্ন মমতার

বৃহস্পতিবার নেতাজি ইন্ডোরে প্রশাসনিক বৈঠকে মুখ্যমন্ত্রী পূর্ব মেদিনীপুরের পুলিশ সুপার অমরনাথ কে-কে ভর্ৎসনা করেছিলেন আইন শৃঙ্খলা নিয়ন্ত্রণে না রাখতে পারা নিয়ে ৷ এমনকি রাজ্যপাল তাঁকে ফোন করেন কি না, ফোন করে কোনও কাজ করতে নিষেধ করেন কি না, এইসব প্রশ্নের জবাব চান মুখ্যমন্ত্রী ৷ নির্দেশ দেন, রাজ্য সরকারের হয়ে যখন কাজ করছেন, তখন ফোনে অন্য কারও দেওয়া নির্দেশ যেন না শোনেন এসপি অমরনাথ কে ৷

For All Latest Updates

ABOUT THE AUTHOR

...view details