কলকাতা, ২১ ডিসেম্বর: আইপিএস অফিসার জ্ঞানবন্ত সিংয়ের বিরুদ্ধে যে তদন্ত চলছে, তার বিস্তারিত রিপোর্ট চাইলেন পশ্চিমবঙ্গের রাজ্যপাল জগদীপ ধনকড়। এই নিয়ে সোমবার একাধিক টুইট করেছেন রাজ্যপাল। একই সঙ্গে জানিয়েছেন, পশ্চিমবঙ্গ পুলিশের এডিজি (আইন-শৃঙ্খলা) জ্ঞানবন্ত সিংয়ের বিরুদ্ধে বিচারবিভাগীয় তদন্ত চললেও কীভাবে তাঁর পদোন্নতি হল। 29 ডিসেম্বরের মধ্যে এই নিয়ে পূর্ণাঙ্গ রিপোর্ট তাঁকে দেওয়ার জন্য পশ্চিমবঙ্গের স্বরাষ্ট্র দপ্তরকে নির্দেশ দিয়েছেন ধনকড়।
টুইটে ধনকড়ের দাবি, কলকাতা হাইকোর্ট পর্যবেক্ষণ করে দেখেছে "সরকারি কর্মচারী হিসেবে নিজের দায়িত্ব পালনের সময় আইনি অধিকার ছাড়াই জীবনের অধিকারের উপর আক্রমণ করেছিলেন" এবং তিনি (জ্ঞানবন্ত) "পুলিশি অধিকারের বাইরে যাওয়ার জন্য দোষীও সাব্যস্ত হয়েছিলেন... তাই তিনি সংবিধানকেও অমান্য করেছেন।"
একই সঙ্গে ধনকড় একটি ছবিও টুইট করে রেখেছেন। যাতে দেখা যাচ্ছে যে তিনি এই তদন্তের বিষয়ে রাজ্য সরকারের কাছে আগেও জানতে চেয়েছিলেন। কিন্তু সরকার কোনও প্রতিক্রিয়া দেয়নি। এই ঘটনা নিয়ে রাজ্যপাল 'গুরুতর উদ্বেগ' প্রকাশ করেছেন। আর রাজ্যের উত্তর না দেওয়ার বিষয়টিকে 'দুর্ভাগ্যজনক' বলে উল্লেখ করেছেন।
আরও পড়ুন:এবার উত্তরবঙ্গ কৃষি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য নিয়োগ ধনকড়ের
ওই বিষয়ে তিনি লেখেন, "আইন শাসন দ্বারা পরিচালিত একটি প্রশাসনিক ব্যবস্থায় এই ধরনের ঘটনা গ্রহণযোগ্য নয়।" তিনি লেখেন, "কলকাতা হাইকোর্টের পর্যবেক্ষণে চার্জশিট ইশু হওয়ার পরও জ্ঞানবন্ত সিংয়ের পদোন্নতি ও তাঁর বিরুদ্ধে তদন্তের বিষয়ে স্বরাষ্ট্র দপ্তরের এসিএসকে পূর্ণাঙ্গ রিপোর্ট দিতে বলা হয়েছে । এর আগে ধনকড় রাজ্য সরকারের বিরুদ্ধে জ্ঞানবন্ত সিংকে আড়াল করার অভিযোগ তুলেছিলেন।