পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / city

ভোট পরবর্তী হিংসা খতিয়ে দেখতে বিভিন্ন জায়গায় যাবেন ধনকর - Governor Jagdeep Dhankhar

রাজ্যে বিধানসভা নির্বাচনে ফল বেরনোর পর থেকেই বিভিন্ন জায়গায় হিংসার অভিযোগ উঠছে । মারধর, খুনের অভিযোগ, বাড়ি ভাঙচুর... বাদ যাচ্ছে না কিছুই । কোথাও আক্রান্ত তৃণমূল । কোথাও বিজেপি । ভোটের ফল প্রকাশের পর থেকেই রাজ্যের বিভিন্ন অংশে চলছে বিক্ষিপ্ত অশান্তি ।

ভোট পরবর্তী হিংসা খতিয়ে দেখতে বিভিন্ন জায়গায় যাবেন ধনকর
ভোট পরবর্তী হিংসা খতিয়ে দেখতে বিভিন্ন জায়গায় যাবেন ধনকর

By

Published : May 10, 2021, 5:49 PM IST

কলকাতা, 10 মে : রাজ্যে ভোট পরবর্তী হিংসা নিয়ে আগেই সরব হয়েছিলেন রাজ্যপাল জগদীপ ধনকর । এবার আরও এক ধাপ এগিয়ে তিনি জানিয়ে দিলেন, তিনি হিংসা কবলিত এলাকায় যাবেন । তিনি বলেন, "ভোট পরবর্তী হিংসা উদ্বেগজনক । ডিজিপি ও সিপির কাছে রিপোর্ট চেয়েছিলাম । রিপোর্ট দেওয়া হয়নি । আমি হিংসা কবলিত এলাকায় যাব । মানুষের আত্মবিশ্বাস ফেরাতে হবে । দোষীদের উপযুক্ত শাস্তি দিতে হবে ।"

রাজ্যে বিধানসভা নির্বাচনে ফল বেরনোর পর থেকেই বিভিন্ন জায়গায় হিংসার অভিযোগ উঠছে । মারধর, খুনের অভিযোগ, বাড়ি ভাঙচুর... বাদ যাচ্ছে না কিছুই । কোথাও আক্রান্ত তৃণমূল । কোথাও বিজেপি । ভোটের ফল প্রকাশের পর থেকেই রাজ্যের বিভিন্ন অংশে চলছে বিক্ষিপ্ত অশান্তি ।

প্রসঙ্গত, সোমবার মন্ত্রিসভার শপথ অনুষ্ঠানের পরই সাংবাদিক বৈঠক করেন ধনকর । তিনি অভিযোগ করেন, রাজ্যের আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে তাঁকে অন্ধকারে রাখা হচ্ছে । প্রশাসন তাঁকে কোনও রিপোর্ট দিচ্ছে না । আর তাই সাংবিধানিক কর্তব্য মেনে অশান্ত এলাকাগুলিতে তিনি নিজে পরিদর্শনে যাবেন বলেও জানান রাজ্যপাল ।

আরও পড়ুন :করোনা মোকাবিলায় সমাজের বিভিন্ন স্তরকে এগিয়ে আসার আহ্বান মুখ্যমন্ত্রীর

নির্বাচনের পর থেকেই সামগ্রিক পরিস্থিতির উপর নজর রাখছেন রাজ্যপাল । মুখ্যমন্ত্রীর শপথ গ্রহণের দিন ভোট-পরবর্তী অশান্তি নিয়ে সরব হয়েছিলেন তিনি । মুখ্যমন্ত্রীও অশান্তির ঘটনায় কড়া ব্যবস্থার আশ্বাস দেন । তার পরেও তাঁর আক্রমণ থামেনি । এদিন আরও একধাপ এগিয়ে রাজ্যপাল অশান্ত এলাকা পরিদর্শনের বার্তা দিলেন ।

ABOUT THE AUTHOR

...view details