পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / city

অবাধ ভোটের জন্য সবরকম পদক্ষেপ, রাজ্যপালকে জানাল কমিশন - পুরসভা নির্বাচন

আজ রাজভবনে প্রায় একঘণ্টা ধরে রাজ্যপালের সঙ্গে বৈঠক করেন রাজ্য নির্বাচন কমিশনার সৌরভ দাস ও সচিব নীলাঞ্জন সান্ডিল্য ৷ রাজ্যে অবাধ ও শান্তিপূর্ণভাবে পৌরভোট করানোর জন্য তারা যাবতীয় পদক্ষেপ করবে বলে রাজ্যপালকে জানিয়েছে নির্বাচন কমিশন ৷

Governor meets with Election Commisioner
রাজ্যপালের সঙ্গে রাজ্য নির্বাচন কমিশনের বৈঠক

By

Published : Feb 27, 2020, 7:10 PM IST

Updated : Feb 27, 2020, 10:10 PM IST

কলকাতা, 27 ফেব্রুয়ারি: আজ পৌরভোট নিয়ে রাজ্য নির্বাচন কমিশনার সৌরভ দাস ও সচিব নীলাঞ্জন সান্ডিল্যর সঙ্গে বৈঠক করেন রাজ্যপাল জগদীপ ধনকড় । তাঁর আশা, রাজ্য নির্বাচন কমিশন আসন্ন পৌরভোটে ভোটারদের আত্মবিশ্বাস বাড়ানোর জন্য যাবতীয় পদক্ষেপ করবে ৷

আজ প্রায় এক ঘণ্টা ধরে চলা বৈঠকে রীতিমতো হোমওয়ার্ক করে এসেছিলেন রাজ্যপাল ৷ তাদের বৈঠকে উঠে আসে 2018 সালে পঞ্চায়েত নির্বাচনে ঘটা হিংসার কথাও ৷ গতবারের কথা উল্লেখ করে তিনি বলেন, ‘‘পঞ্চায়েত নির্বাচনে যে পরিমাণ রাজনৈতিক হিংসার প্রমাণ পাওয়া গিয়েছিল, তার পুনরাবৃত্তি যেন পৌরসভা নির্বাচনে না হয়, সেই বিষয়টি নির্বাচন কমিশনকে নিশ্চিত করতে হবে ৷’’

অবাধ ও শান্তিপূর্ণ নির্বাচন যাতে হয়, সেই বিষয়টি নিশ্চিত করার জন্য বারবার রাজ্য নির্বাচন কমিশনকে অনুরোধ করেন রাজ্যপাল ৷ কমিশনের তরফে রাজ্যপালকে জানানো হয়েছে, মার্চের দ্বিতীয় সপ্তাহ থেকেই অভিযোগ সংক্রান্ত যাবতীয় কাজ শুরু হবে ৷ নির্বাচন কমিশনার ইতিমধ্যেই জেলাশাসকদের সঙ্গে বৈঠক করেছেন ৷

তিনি রাজ্যপালকে আশ্বাস দিয়েছেন যে নির্বাচনে সবকটি রাজনৈতিক দল যাতে সমান সুবিধা পায়, তা নিশ্চিত করা হবে ৷ এই প্রসঙ্গে রাজ্যপাল বলেন, শুধু ক্ষমতায় থাকা কোনও রাজনৈতিক দল যাতে বিশেষ কোনও সুবিধা না পায়, তা নিশ্চিত করার দায়িত্ব নির্বাচন কমিশনের ৷ পাশাপাশি কেন্দ্রীয় নির্বাচন কমিশন যেমন পক্ষপাতদুষ্ট আচরণের জন্য পদস্থ অফিসারদের রদবদল করে, রাজ্য নির্বাচন কমিশনও যাতে প্রয়োজনে সেই পদক্ষেপ নেয় তা নিশ্চিত করতে অনুরোধ জানিয়েছেন তিনি ৷ সংবিধানের 243 (3) নম্বর ধারা অনুযায়ী কমিশনের প্রতিটি পদক্ষেপ তাঁকে জানানোর অনুরোধও করেছেন রাজ্যপাল ৷

Last Updated : Feb 27, 2020, 10:10 PM IST

ABOUT THE AUTHOR

...view details