পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / city

Amit Mitra: বাণিজ্য সম্মেলন নিয়ে রাজ্যপালের টুইটে ড. জেকিল ও মি. হাইডের ছায়া দেখছেন অমিত - Amit Mitra news

বাণিজ্য সম্মেলন নিয়ে রাজ্যপাল জগদীপ ধনকড়ের (Jagdeep Dhankhar) মন্তব্যে ড. জেকিল ও মি. হাইডকে খুঁজে পেলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের প্রধান মুখ্য উপদেষ্টা অমিত মিত্র (Amit Mitra)৷

Governor Jagdeep Dhankhar's tweet on business summits is a classic case of Dr Jekyl And Mr Hyde: Amit Mitra
বাণিজ্য সম্মেলন নিয়ে রাজ্যপালের টুইটে ড. জেকিল ও মি. হাইডকে আবিষ্কার অমিতের

By

Published : Nov 10, 2021, 6:27 PM IST

Updated : Nov 10, 2021, 6:43 PM IST

কলকাতা, 10 নভেম্বর : রাজ্যের বাণিজ্য সম্মেলন নিয়ে রাজ্য সরকারকে নিশানা করায় রাজ্যপাল জগদীপ ধনকড়কে (Jagdeep Dhankhar) পাল্টা জবাব দিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের প্রধান মুখ্য উপদেষ্টা অমিত মিত্র (Amit Mitra) ৷ তাঁর বক্তব্য, বাণিজ্য সম্মেলন নিয়ে সরকারের প্রশস্তির কয়েক ঘণ্টার মধ্যেই আবার শ্বেতপত্র প্রকাশের দাবি জানিয়েছেন রাজ্যপাল ৷ এতেই তাঁর উপর তীব্র ক্ষোভপ্রকাশ করে অমিত মিত্র রাজ্যপালের সঙ্গে ডক্টর জ্যাকিল ও মিস্টার হাইডের (Dr Jekyll & Mr Hyde) চরিত্রের তুলনা টেনেছেন ৷

স্কটিশ লেখক রবার্ট লুইস স্টিভেনসন রচিত চরিত্র ডাক্তার জেকিল নিজের জন্য একটি ওষুধ আবিষ্কার করেছিলেন ৷ সেটি ব্যবহার করলেই বিপরীত চরিত্রের একজন মানুষে রূপান্তরিত হতেন তিনি ৷ ওষুধটি খেলেই তার মনের দোষগুলি প্রকাশ্যে চলে আসত ৷ আবার স্বাভাবিক হওয়ার জন্য তাঁকে আর একটি ওষুধ ব্যবহার করতে হত ৷ এ ভাবেই নিজের ভেতরকার ভাল ও মন্দ দুটি সত্ত্বাকে একইসঙ্গে লালন করতে শুরু করেছিলেন ডাক্তার জেকিল ৷ তিনি তাঁর ভেতরকার খারাপ মানুষটির নাম রেখেছিলেন মিস্টার হাইড ।

বাণিজ্য সম্মেলন নিয়ে রাজ্যপাল জনদীপ ধনকড়ের আচরণে সেই গল্পের মিল খুঁজে পেয়েছেন অমিত মিত্র ৷ তিনি টুইটে লিখেছেন, "সম্মানীয় রাজ্যপালের টুইট হল ড. জেকিল ও মি. হাইডের আদর্শ দৃষ্টান্ত ৷ 9 নভেম্বর তিনি মুখ্যমন্ত্রীর পরবর্তী বাণিজ্য সম্মেলন সংক্রান্ত পরিল্পনার সমর্থনে সরব হন ৷ বলেন, কোনওকিছু শেষ হওয়ার আগে ছেড়ে দেব না, একসঙ্গে কাজ করার কথা বলেন তিনি ৷ তবে তার 24 ঘণ্টার মধ্যেই তিনি মুখ্যমন্ত্রী ও অর্থমন্ত্রীকে লেখা এক বছরের পুরনো একটি চিঠি তুলে ধরে টুইটে সম্মেলন (বাণিজ্য) সম্পর্কে বিষ উগরে দেন !"

আরও পড়ুন:Jagdeep Dhankhar : শিল্প সম্মেলন নিয়ে শ্বেতপত্র প্রকাশের আহ্বান, রাজ্য়পালের নিশানায় রাজ্য সরকার

অমিত মিত্র আরও লেখেন, "9 নভেম্বর মিট অ্যান্ড গ্রিট অনুষ্ঠানে রাজ্যপাল বলেছেন, 'আমাদের মধ্যে যাতে কোনও দ্বন্দ্ব না-থাকে, সেটা নিশ্চিত করতে হবে ৷ প্রতিকূল পরিস্থিতির কোনও জায়গাই যেন না-থাকে...শুধু একটাই পথ অবলম্বন করতে হবে, একজোট হয়ে থাকা ৷' তার ঠিক পরের দিনই তিনি তাঁর বলা কথার ঠিক উল্টোটা বললেন সম্পূর্ণ দ্বন্দ্বের আবহে ? দুঃখজনক ৷"

মঙ্গলবার বিকেলে 2020-র অগস্টে রাজ্য সরকারকে লেখা একটি চিঠি টুইটে তুলে ধরে রাজ্যপাল জগদীপ ধনকড় লিখেছিলেন, "রাজ্য সরকারকে বেঙ্গল গ্লোবাল বিজনেস সামিট সম্পর্কিত একটি শ্বেতপত্র নিয়ে আসার আহ্বান জানানো হচ্ছে ৷ যাতে নির্ভুল এবং স্বচ্ছ তথ্য পাওয়া যায় । এটা আমাদের কর্তব্য যে শুধুমাত্র বিজ্ঞাপন দ্বারা প্রভাবিত না-হয়ে বাস্তব উদঘাটন করা ৷"

আরও পড়ুন:BJP leader expelled : নারদ-প্রসঙ্গ টেনে শুভেন্দুকে খোঁচা, বহিষ্কৃত হাওড়ার বিজেপি নেতা

করোনার কারণে পরপর দু'বছর রাজ্যে বিশ্ব বাংলা বাণিজ্য সম্মেলন হয়নি ৷ তবে সামনের বছর বাণিজ্য সম্মেলন হওয়ার কথা রয়েছে ৷ 2022 সালের 20-21 এপ্রিল বাণিজ্য সম্মেলন হওয়ার কথা ।

আরও পড়ুন:Suvendu Adhikari : শোকে সুব্রতর স্মরণসভায় যাননি, অথচ পার্টিতে যান মমতা ; বিস্ফোরক শুভেন্দু

Last Updated : Nov 10, 2021, 6:43 PM IST

ABOUT THE AUTHOR

...view details