কলকাতা, 10 নভেম্বর : রাজ্যের বাণিজ্য সম্মেলন নিয়ে রাজ্য সরকারকে নিশানা করায় রাজ্যপাল জগদীপ ধনকড়কে (Jagdeep Dhankhar) পাল্টা জবাব দিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের প্রধান মুখ্য উপদেষ্টা অমিত মিত্র (Amit Mitra) ৷ তাঁর বক্তব্য, বাণিজ্য সম্মেলন নিয়ে সরকারের প্রশস্তির কয়েক ঘণ্টার মধ্যেই আবার শ্বেতপত্র প্রকাশের দাবি জানিয়েছেন রাজ্যপাল ৷ এতেই তাঁর উপর তীব্র ক্ষোভপ্রকাশ করে অমিত মিত্র রাজ্যপালের সঙ্গে ডক্টর জ্যাকিল ও মিস্টার হাইডের (Dr Jekyll & Mr Hyde) চরিত্রের তুলনা টেনেছেন ৷
স্কটিশ লেখক রবার্ট লুইস স্টিভেনসন রচিত চরিত্র ডাক্তার জেকিল নিজের জন্য একটি ওষুধ আবিষ্কার করেছিলেন ৷ সেটি ব্যবহার করলেই বিপরীত চরিত্রের একজন মানুষে রূপান্তরিত হতেন তিনি ৷ ওষুধটি খেলেই তার মনের দোষগুলি প্রকাশ্যে চলে আসত ৷ আবার স্বাভাবিক হওয়ার জন্য তাঁকে আর একটি ওষুধ ব্যবহার করতে হত ৷ এ ভাবেই নিজের ভেতরকার ভাল ও মন্দ দুটি সত্ত্বাকে একইসঙ্গে লালন করতে শুরু করেছিলেন ডাক্তার জেকিল ৷ তিনি তাঁর ভেতরকার খারাপ মানুষটির নাম রেখেছিলেন মিস্টার হাইড ।
বাণিজ্য সম্মেলন নিয়ে রাজ্যপাল জনদীপ ধনকড়ের আচরণে সেই গল্পের মিল খুঁজে পেয়েছেন অমিত মিত্র ৷ তিনি টুইটে লিখেছেন, "সম্মানীয় রাজ্যপালের টুইট হল ড. জেকিল ও মি. হাইডের আদর্শ দৃষ্টান্ত ৷ 9 নভেম্বর তিনি মুখ্যমন্ত্রীর পরবর্তী বাণিজ্য সম্মেলন সংক্রান্ত পরিল্পনার সমর্থনে সরব হন ৷ বলেন, কোনওকিছু শেষ হওয়ার আগে ছেড়ে দেব না, একসঙ্গে কাজ করার কথা বলেন তিনি ৷ তবে তার 24 ঘণ্টার মধ্যেই তিনি মুখ্যমন্ত্রী ও অর্থমন্ত্রীকে লেখা এক বছরের পুরনো একটি চিঠি তুলে ধরে টুইটে সম্মেলন (বাণিজ্য) সম্পর্কে বিষ উগরে দেন !"
আরও পড়ুন:Jagdeep Dhankhar : শিল্প সম্মেলন নিয়ে শ্বেতপত্র প্রকাশের আহ্বান, রাজ্য়পালের নিশানায় রাজ্য সরকার