পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / city

আমফান নিয়ে মুখ্যমন্ত্রীর রিপোর্টের অপেক্ষায় রাজ্যপাল - রাজ্যপাল জগদীপ ধনকড়

রাজ্যপাল টুইটারে লেখেন, ‘‘আমি মমতা বন্দ্যোপাধ্যায়ের থেকে রিপোর্টের জন্য অপেক্ষা করে রয়েছি যাতে কেন্দ্র দ্রুত যথাযোগ্য পদক্ষেপ করতে পারে ৷’’

রাজ্যপাল জগদীপ ধনকড়
রাজ্যপাল জগদীপ ধনকড়

By

Published : May 21, 2020, 6:27 PM IST

Updated : May 21, 2020, 7:32 PM IST

কলকাতা, 21 মে: ঘূর্ণিঝড় আমফানের দাপটে রাজ্যের একাধিক এলাকার ব্যাপক ক্ষতি হয়েছে । গতকাল সকাল থেকে রাত পর্যন্ত নবান্নের কন্ট্রোল রুমে বসে পরিস্থিতির উপর নজর রেখেছেন মুখ্যমন্ত্রী ৷ অন্যদিকে আমফান আসার আগে রাজ্যপালও টুইট করে রাজ্যবাসীকে সতর্ক করেছিলেন ৷ আর এখন মুখ্যমন্ত্রীর রিপোর্টের অপেক্ষায় রয়েছেন বলে টুইটারে লেখেন তিনি ।

রাজ্যপাল টুইটারে লেখেন, ‘‘সুপার সাইক্লোন আমফান ব্যাপক ও অভূতপূর্ব ক্ষতি করেছে ৷ অবর্ণনীয় কষ্টের মধ্যে রয়েছে মানুষজন ৷ NGO সহ সকলকে উদ্ধারকাজে ঝাঁপিয়ে পড়ার জন্য অনুরোধ করছি ৷’’

রাজ্যের ক্ষয়ক্ষতির পরিমাণ কত, তা জানতে তিনি মুখ্যমন্ত্রীর দিকেই তাকিয়ে রয়েছেন ৷ মমতা বন্দ্যোপাধ্যায়ের উদ্দেশে লেখেন, ‘‘আমি মমতা বন্দ্যোপাধ্যায়ের থেকে রিপোর্টের জন্য অপেক্ষা করে রয়েছি যাতে কেন্দ্র দ্রুত যথাযোগ্য পদক্ষেপ করতে পারে ৷’’

এর আগে তিনি দুপুরে যে টুইট করেছিলেন, সেখানেও মুখ্যমন্ত্রীর কাছে রিপোর্টের দাবি করেন ৷ রাজ্যপাল লেখেন, ‘‘নিজেদের ও অন্যদের খেয়াল রাখুন ৷ ভয়ানক ক্ষতি হয়ে গিয়েছে ৷ মমতা বন্দ্যোপাধ্যায়ের কাছ থেকে রিপোর্টের অপেক্ষা করছি ৷’’

Last Updated : May 21, 2020, 7:32 PM IST

ABOUT THE AUTHOR

...view details