কলকাতা, 21 মে: ঘূর্ণিঝড় আমফানের দাপটে রাজ্যের একাধিক এলাকার ব্যাপক ক্ষতি হয়েছে । গতকাল সকাল থেকে রাত পর্যন্ত নবান্নের কন্ট্রোল রুমে বসে পরিস্থিতির উপর নজর রেখেছেন মুখ্যমন্ত্রী ৷ অন্যদিকে আমফান আসার আগে রাজ্যপালও টুইট করে রাজ্যবাসীকে সতর্ক করেছিলেন ৷ আর এখন মুখ্যমন্ত্রীর রিপোর্টের অপেক্ষায় রয়েছেন বলে টুইটারে লেখেন তিনি ।
রাজ্যপাল টুইটারে লেখেন, ‘‘সুপার সাইক্লোন আমফান ব্যাপক ও অভূতপূর্ব ক্ষতি করেছে ৷ অবর্ণনীয় কষ্টের মধ্যে রয়েছে মানুষজন ৷ NGO সহ সকলকে উদ্ধারকাজে ঝাঁপিয়ে পড়ার জন্য অনুরোধ করছি ৷’’