কলকাতা, 16 এপ্রিল :রাজ্য়ের করোনা পরিস্থিতি নিয়ে টুইটারে উদ্বেগ প্রকাশ রাজ্যপাল জগদীপ ধনকড়ের ৷ শুক্রবার তাঁর টুইট বার্তায় রাজ্যপাল লেখেন, রাজ্য়ের কোভিড পরিস্থিতি অত্যন্ত উদ্বেগজনক ৷ এর মোকাবিলায় সকলকে উদ্যোগী হতে হবে ৷ যাতে তা গণ আন্দোলনের রূপ নেয় ৷
এই টুইটটি উপরাষ্ট্রপতির দফতর ও প্রধানমন্ত্রীর দফতরকেও ট্যাগ করেন রাজ্যপাল ৷ রেডক্রস-সহ সমস্ত হাসপাতালের সহযোগিতাও প্রার্থনা করেন তিনি ৷
প্রসঙ্গত, গত কয়েক দিনে ভয়াবহ আকার নিয়েছে দেশের করোনা পরিস্থিতি ৷ বৃহস্পতি ও শুক্র, পর পর দু’দিনের হিসাব বলছে, শেষ 24 ঘণ্টায় নতুন করে খোঁজ মিলেছে 2 লাখেরও বেশি করোনা রোগীর ৷ পশ্চিমবঙ্গের অবস্থাও শোচনীয় ৷ বাংলা নববর্ষের দিনই নতুন কোভিড পজিটিভ রোগীর সংখ্যা ছিল সাত হাজারের কাছাকাছি ৷
বিশেষজ্ঞদের মতে, নির্বাচন চলাতেই ক্রমশ খারাপ হচ্ছে পশ্চিমবঙ্গের করোনা পরিস্থিতি ৷ মিটিং, মিছিলে করোনা বিধি শিকেয় তুলে সারা হচ্ছে প্রচার ৷ চিকিৎসকদের আশঙ্কা, ভোট মিটলে করোনার বাড়বাড়ন্ত সামলানো কার্যত অসম্ভব হয়ে পড়বে এ রাজ্যে ৷ এই পরিস্থিতিতে শুক্রবারই সর্বদলীয় বৈঠকের ডাক দিয়েছে রাজ্য নির্বাচন কমিশন ৷ বাকি চার দফা ভোট, তিন দফার প্রচার কীভাবে করোনা বিধি মেনে কার্যকর করা যায়, বৈঠকে তা নিয়েই আলোচনা হবে বলে সূত্রের খবর ৷
আরও পড়ুন :দৈনিক সংক্রমণের নতুন রেকর্ড, আক্রান্ত প্রায় সাত হাজার
ইতিমধ্যেই পঞ্চম দফার নির্বাচনের পর বাকি তিন দফা একদিনে সারার প্রস্তাব দিয়েছেন তৃণমূল সুপ্রিমো তথা রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা মুখোপাধ্য়ায় ৷ যদিও কমিশনের তেমন কোনও পরিকল্পনা নেই বলেই সূত্রের খবর ৷ এই পরিস্থিতিতে রাজ্যপালের উদ্বেগ সমীচীন বলেই মত ওয়াকিবহাল মহলের ৷