কলকাতা, 23 এপ্রিল : কেন্দ্রীয় দলের রাজ্যে পরিদর্শনে আসা নিয়ে অসন্তুষ্ট রাজ্য ৷ প্রতিদিনই কেন্দ্র রাজ্যের চিঠি চালাচালি চলছে ৷ এরই মাঝে ফের একবার টুইট করে কেন্দ্রীয় দলকে কাজে সহযোগিতার জন্য মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের কাছে অনুরোধ করলেন ৷
রাজ্যপাল টুইটারে লেখেন, ‘‘আমি মুখ্যমন্ত্রীর কাছে অনুরোধ জানাই, কেন্দ্রীয় দলের কাজের পথে যেন কোনও বাধার সৃষ্টি না হয় ৷ কেন্দ্রীয় দলকে অসহযোগিতা করার ঘটনায় আমি চিন্তিত ৷ বিশ্ব স্বাস্থ্য সংস্থাকে সাদরে বরণ করা হচ্ছে পূর্ব মেদিনীপুর ও বিষ্ণুপুরে ৷ WHO-র পরিদর্শনে কী লাভ হবে? জানান !’’