পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / city

‘‘কেন্দ্রীয় দলকে সুষ্ঠভাবে কাজ করতে দিন’’, মমতাকে অনুরোধ রাজ্যপালের - বিষ্ণুপুর

কেন্দ্রীয় প্রতিনিধি দল রাজ্যে আসার পর থেকেই কেন্দ্র -রাজ্যে বিরোধ চলছে, এরই মাঝেমধ্য়স্থতা করতে ময়দানে নামলেন রাজ্য়পাল জগদীপ ধনকড় ৷ তিনি আজ সকালে টুইট করে মুখ্যমন্ত্রীকে বলেন, কেন্দ্রীয় প্রতনিধি দলের কাজে যেন কোনও বাধা না আসে, সেই বিষয়টি নিশ্চিত করতে ৷

Governor Jagdeep Dhankhar
মমতাকে অনুরোধ রাজ্যপালের

By

Published : Apr 23, 2020, 10:39 AM IST

কলকাতা, 23 এপ্রিল : কেন্দ্রীয় দলের রাজ্যে পরিদর্শনে আসা নিয়ে অসন্তুষ্ট রাজ্য ৷ প্রতিদিনই কেন্দ্র রাজ্যের চিঠি চালাচালি চলছে ৷ এরই মাঝে ফের একবার টুইট করে কেন্দ্রীয় দলকে কাজে সহযোগিতার জন্য মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের কাছে অনুরোধ করলেন ৷

রাজ্যপাল টুইটারে লেখেন, ‘‘আমি মুখ্যমন্ত্রীর কাছে অনুরোধ জানাই, কেন্দ্রীয় দলের কাজের পথে যেন কোনও বাধার সৃষ্টি না হয় ৷ কেন্দ্রীয় দলকে অসহযোগিতা করার ঘটনায় আমি চিন্তিত ৷ বিশ্ব স্বাস্থ্য সংস্থাকে সাদরে বরণ করা হচ্ছে পূর্ব মেদিনীপুর ও বিষ্ণুপুরে ৷ WHO-র পরিদর্শনে কী লাভ হবে? জানান !’’

রাজ্যে কোরোনা পরিস্থিতি খতিয়ে দেখতে 20 এপ্রিল কলকাতায় আসে কেন্দ্রীয় প্রতিনিধি দল ৷ তবে প্রতিনিধি দলের এই আকস্মিক পরিদর্শনে ক্ষুদ্ধ মুখ্যমন্ত্রী টুইটে লিখেছিলেন ‘‘যুক্তরাষ্ট্রীয় পরিকাঠামো’’কে আঘাত করছে এই সিদ্ধান্ত ৷ কেন্দ্রীয় প্রতিনিধি দলের পরিদর্শন নিয়ে অভিযোগ জানিয়ে চিঠিও লেখেন প্রধানমন্ত্রী ও স্বরাষ্ট্রমন্ত্রীকে ৷ এরপর থেকেই দুইপক্ষের মধ্যে অসহযোগিতা করা নিয়ে চাপান-উতোর চলছে ৷

এই পরিস্থিতিতে রাজ্যপাল জগদীপ ধনকড় টুইট করে মুখ্যমন্ত্রীর কাছে কেন্দ্রীয় সরকারকে সাহায্যের অনুরোধ করলেন ৷

ABOUT THE AUTHOR

...view details