লকাতা, 5 নভেম্বর : পশ্চিমবঙ্গ বিধানসভায় গিয়ে প্রয়াত পঞ্চায়েত মন্ত্রী সুব্রত মুখোপাধ্যায়কে শেষ শ্রদ্ধা জানালেন রাজ্যপাল জগদীপ ধনকড় ৷ তার পর তিনি বলেন, ‘‘আমরা একজন সাহসী নেতাকে হারালাম ৷ পাঁচ দশকেরও বেশি সময় তিনি রাজনীতিতে ছিলেন ৷’’
আরও পড়ুন :Subrata Mukherjee : ফিরে দেখা সুব্রত মুখোপাধ্যায়ের বর্ণময় কেরিয়ার
একই সঙ্গে তিনি 1971 সালে সুব্রত মুখোপাধ্যায়ের ভোটে জেতা ও সর্বকনিষ্ঠ মন্ত্রী হিসেবে সিদ্ধার্থশঙ্কর রায়ের মন্ত্রিসভায় ঠাঁই পাওয়া সব কিছুই উল্লেখ করেছেন ৷ এমনকী, কলকাতার মেয়র হিসেবে সুব্রত মুখোপাধ্যায়ের কাজের প্রশংসাও করেন তিনি ৷
আরও পড়ুন :Subrata-Jyoti Basu : কংগ্রেস হারায় সুব্রতর বাড়িতে হামলা হয়, বাঁচিয়েছিলেন জ্যোতি বসু
সুব্রত মুখোপাধ্যায়ের সঙ্গে তাঁর সাক্ষাতের প্রসঙ্গও টেনে আনেন রাজ্যপাল ৷ তিনি জানান, প্রতি বছর 2 অক্টোবর গান্ধিজীর জন্মজয়ন্তী ও 30 জানুয়ারি প্রয়াণ দিবসের অনুষ্ঠানে সরকারের তরফে মন্ত্রী হিসেবে সুব্রত মুখোপাধ্যায়, তাঁকে স্বাগত জানানোর জন্য প্রস্তুত থাকতেন ৷
বিধানসভায় সুব্রতকে শেষ শ্রদ্ধা রাজ্যপাল-শুভেন্দুর আরও পড়ুন :Subrata Mukherjee: চা শ্রমিক আন্দোলনের মূল কারিগর সুব্রত মুখোপাধ্যায়কে হারিয়ে শোকাহত উত্তরবঙ্গ
এদিন বিধানসভায় একাধিক মন্ত্রী-বিধায়ক শ্রদ্ধা জানিয়েছেন প্রয়াত সুব্রত মুখোপাধ্যায়কে ৷ সেই তালিকায় শাসক ও বিরোধী উভয় রাজনৈতিক দলের বিধায়কই ছিলেন ৷ ছিলেন পশ্চিমবঙ্গ বিধানসভার বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীও ৷ পরে তিনি জানান, সুব্রত মুখোপাধ্যায় খুব বড় মাপের নেতা ছিলেন ৷ তাঁর (সুব্রত) প্রয়াণে দীপাবলি শোকের ছায়া নেমেছে ৷
আরও পড়ুন :Adhir-Subrata : আমি জেলে থাকার সময় সুব্রতদা বহরমপুরে প্রতিবাদ সভা করতে আসেন : অধীর